ফুঁসছে সমুদ্র, ৫ মিটারেরও বেশি উঁচু হতে পারে ঢেউ, জারি ‘হাই অ্যালার্ট’

ফুঁসছে সমুদ্র, ৫ মিটারেরও বেশি উঁচু হতে পারে ঢেউ, জারি ‘হাই অ্যালার্ট’

নয়াদিল্লি: বুধবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলার উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন আপমান বা উমপুন৷ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ে হাওয়া৷ সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় নামবে মুষল ধারে বৃষ্টি৷ আমপানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চার থেকে পাঁচ মিটার পর্যন্ত উঁচু হবে সমুদ্রের ঢেউ৷ যার জেরে প্লাবিত হতে পারে বাংলার নিন্ম উপকূলবর্তী এলাকাগুলি৷ ভয়ঙ্কর হতে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড়৷ ইতিমধ্যেই কলকাতা সহ বাংলার ৭টি জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফুঁসছে দিঘার সমুদ্র। এমনকী নদীগুলোতেও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝখান দিয়ে স্থলভূমিতে ঢুকতে পারে এই ঘূর্ণিঝড়। 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান এসএন প্রধান জানান, এদিন সকাল থেকেই ওডিশার উপকূলবর্তী অঞ্চলে প্রবল বেগে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া৷ পারাদ্বীপের উপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার গতিতে বয়ে গিয়েছে ঝড়৷ তিনি আরও বলেন, আজকে ‘ডে জিরো’ হিসাবে ধরা হচ্ছে৷ কারণ দুপুরের পর স্থলভূমিতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে৷ ওডিশা থেকে ১.৩ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বাংলায় প্রায় ৩ লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ অন্যদিকে, বাংলাদেশে প্রায় ২০মিলিয়ন মানুষকে সরিয়ে ফেলা হয়েছে।

বঙ্গপোসাগরে পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর জাহাজ। পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনীর তরফে “হাই অ্যালার্ট” জারি করা হয়েছে। 

সতর্ক থাকুন, সাবধানে থাকুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =