স্মৃতির সম্পর্কে নোংরা ও অপমানজনক কথা বলা বন্ধ করুন: টুইটে সরব রাহুল

কলকাতা: লোকসভা ভোটের প্রচার তখন তুঙ্গে। অমেঠিতে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন স্মৃতি ইরানি। একদিন তাঁর বক্তৃতার সময় বিগড়ে যায় মাইক৷ টিপ্পনি কেটে স্মৃতি বলেন, কে দিয়েছে…

কলকাতা: লোকসভা ভোটের প্রচার তখন তুঙ্গে। অমেঠিতে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন স্মৃতি ইরানি। একদিন তাঁর বক্তৃতার সময় বিগড়ে যায় মাইক৷ টিপ্পনি কেটে স্মৃতি বলেন, কে দিয়েছে এটা? ওঁর নামও কি রাহুল?

স্মৃতি অবশ্য জিততে পারেননি৷ অমেঠি কেন্দ্রে হারতে হয় তাঁকে৷ এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তাঁকে নিয়ে ট্রোলিং৷ কেউ কেউ আবার কদর্য ভাষায় কমেন্ট করছেন। এই পরিস্থিতিতে শুক্রবার টুইট করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷ তিনি লেখেন, “সবাইকে বলছি, স্মৃতি ইরানি সম্পর্কে কদর্য ও অপমানজনক ভাষার প্রয়োগ বন্ধ করুন। কারও সম্পর্কেই খারাপ কথা বলবেন না”। রাহুল স্পষ্ট বলেন, “কাউকে অপমান করাটা দুর্বলতার পরিচয়, দৃঢ়তার নয়। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *