তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করুন? অজয়কে আর্জি ক্যান্সার আক্রান্ত রোগীর

নয়াদিল্লি: তামাকজাত পণ্যের বিজ্ঞাপন না করার জন্য অভিনেতা অজয় দেবগনের কাছে মানবিক আবেদন জানালেন রাজস্থানে ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তি। জয়পুরের বাসিন্দা নানকরাম মিনা (৪০) অভিনেতার কাছে ওই আবেদনটি করেছেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, অজয় দেবগনের অন্ধ ভক্ত হলেন নানকরাম। বিগত কয়েক বছর ধরে অভিনেতার বিজ্ঞাপন দেওয়া পণ্যগুলি খেতে শুরু করেন। পরে বুঝতে পারেন ওই

9b26e1a495f7b87e1bdd58eb378fd56d

তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করুন? অজয়কে আর্জি ক্যান্সার আক্রান্ত রোগীর

নয়াদিল্লি: তামাকজাত পণ্যের বিজ্ঞাপন না করার জন্য অভিনেতা অজয় দেবগনের কাছে মানবিক আবেদন জানালেন রাজস্থানে ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তি। জয়পুরের বাসিন্দা নানকরাম মিনা (৪০) অভিনেতার কাছে ওই আবেদনটি করেছেন।

তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, অজয় দেবগনের অন্ধ ভক্ত হলেন নানকরাম। বিগত কয়েক বছর ধরে অভিনেতার বিজ্ঞাপন দেওয়া পণ্যগুলি খেতে শুরু করেন। পরে বুঝতে পারেন ওই তামাকজাত দ্রব্যগুলি খাওয়ার কারণে তাঁর ক্যান্সার হয়েছে। এরপর ওই ধরনের পণ্যের বিজ্ঞাপন না করার জন্য তিনি অভিনেতার কাছে আবেদন করেন। এছাড়াও প্রায় তামাকের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে ১ হাজারটি পুস্তিকা ছাপিয়ে মানুষের মধ্যে বিলি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *