লাইনে পাথর! অল্পের জন্য বাঁচল ট্রেন, নাশকতার অনুমান

লাইনে পাথর! অল্পের জন্য বাঁচল ট্রেন, নাশকতার অনুমান

stones

মুম্বই: পাশের লাইন দিয়ে যাওয়ার সময় ভাগ্যিস অন্য একটি ট্রেনের গার্ডের চোখে বিষয়টি পড়েছিল। নাহলে বিরাট বড় বিপদ হতে পারত। কারণ ট্রেনের ওই লাইনে পড়ে একাধিক পাথর। কিছু পরেই অন্য একটি ট্রেনের যাওয়ার কথা ছিল সেই লাইন দিয়ে। কিন্তু দুর্ঘটনা ঘটেনি ভাগ্যজোরে। মহারাষ্ট্রের আকুরদি এবং চিঞ্চওয়াড় স্টেশনের মাঝে রেল লাইনের পাথরের ঘটনায় এখন একাধিক প্রশ্ন। 

জানা গিয়েছে, যে লাইনে পাথর পড়েছিল তার পাশের লাইন দিয়েই যাচ্ছিল পুণেগামী একটি লোকাল ট্রেন। ঠিক তখনই পাশের লাইনের এই বিষয়টি লক্ষ্য করেন গার্ড। সঙ্গে সঙ্গে তিনি চিঞ্চওয়াড় স্টেশন ম্যানেজারকে বিষয়টি সম্পর্কে জানান। দুজনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে যাত্রিবাহী অন্য একটি ট্রেন। যে লাইনের ওপর পাথর রাখা ছিল, সেই লাইন দিয়ে মুম্বইগামী নগরকয়েল-সিএমএসটি এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল। সেই ট্র্যাকে ট্রেন আসছিল বটে কিন্তু আগে থেকেই খবর পেয়ে যাওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেন চালক। ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি। 

রেল সূত্রে খবর, এই ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে রেলের ইঞ্জিনিয়ার এবং শীর্ষ আধিকারিকরা আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে। পাথরগুলি সরানো হয়। তার পর ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়। তারা এও জানিয়েছে, ওই রুটেই চার দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় এমন ঘটনা। তাহলে কি কোনও নাশকতার ছক কষা হচ্ছে? স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হচ্ছে। কারণ রেলের এক আধিকারিকের কথায়, পাথরগুলি দেখে মনে হয়েছে যে, কেউ ইচ্ছা করে সেখানে ওইভাবে রেখে গিয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =