‘মূর্তি ভাঙচুরের ঘটনা গণতন্ত্রের ওপর কালো দাগ’

নয়াদিল্লি: কলকাতা কাণ্ড নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর কালো দাগ বলে মন্তব্য করল কংগ্রেস। কমিশনকে পক্ষপাতদুষ্ট বলেও তোপ দাগল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পাশাপাশি অশান্তি ছড়ানোর অপরাধে জড়িতদের শাস্তির ব্যবস্থা না করে নজিরবিহীনভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আজ নির্বাচন কমিশনের প্রবল সমালোচনা করল কংগ্রেস। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার তোড়জোড় হচ্ছে চলছে

‘মূর্তি ভাঙচুরের ঘটনা গণতন্ত্রের ওপর কালো দাগ’

নয়াদিল্লি: কলকাতা কাণ্ড নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর কালো দাগ বলে মন্তব্য করল কংগ্রেস। কমিশনকে পক্ষপাতদুষ্ট বলেও তোপ দাগল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পাশাপাশি অশান্তি ছড়ানোর অপরাধে জড়িতদের শাস্তির ব্যবস্থা না করে নজিরবিহীনভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আজ নির্বাচন কমিশনের প্রবল সমালোচনা করল কংগ্রেস। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার তোড়জোড় হচ্ছে চলছে জানিয়ে দিল কংগ্রেস, আম আদমি পার্টি, টিডিপির মতো বিরোধী দলগুলি।

কমিশনে অভিযোগ দায়ের করে আহমেদ প্যাটেল, আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং, টিডিপির রামা মোহনা রাওদের পাশে নিয়ে কংগ্রেসের অভিষেক মনু সিংভি বলেন, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙল বিজেপি। অমিত শাহর রোড শো ঘিরে সংঘর্ষে জড়িয়ে গেল বিজেপি। অথচ তাদের কোনও শাস্তি না দিয়ে বিরোধীদের ওপরই বেনজির কোপ মারল কমিশন। প্রচারের সময় কেটে নেওয়া হল। কমিশনের এই সিদ্ধান্ত একতরফা। তাই প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।

বিদ্যাসাগরের নতুন মূর্তি গড়ে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীযে মন্তব্য করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের রাজ্যসভার ডেপুটি লিডার সুখেন্দুশেখর রায় বলেন, নিজেরা মূর্তি ভেঙে এখন গড়ে দেওয়ার কথা বলে প্রধানমন্ত্রী কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? নাকি জুতো মেরে গরু দান করতে চাইছেন? বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকের মূর্তি ভাঙা এবং তা নিয়ে তাণ্ডব চালানোর জন্য বাংলার সংস্কৃতিবান মানুষ কোনওদিন বিজেপিকে ক্ষমা করবে না। মন্তব্য করেন সুখেন্দুশেখর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =