সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারি নিয়ে ভাবুক রাজ্যগুলি: সুপ্রিমকোর্ট

সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারি নিয়ে ভাবুক রাজ্যগুলি: সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি:  করোনা সংক্রমণ রুখতে মদের হোম ডেলিভারি বা অনলাইন মদ বিক্রির বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে পারে রাজ্যগুলি৷ শুক্রবার এমনই সুপারিশ করল সুপ্রিম কোর্ট৷

বিশেষ ভাবে সংক্রমিত রেড জোনগুলি বাদ দিয়ে দেশের প্রায় সর্বোত্র মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ কিন্তু দোকান খুলতেই উপচে পড়েছে সুরাপ্রেমীদের ভিড়৷ সামাজিক দূরত্ব কার্যত শিকেয় উঠেছে৷ এই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের সুপারিশ, করোনা সংক্রমণ রোধে প্রত্যক্ষ যোগাযোগ এড়িয়ে কীভাবে মদ বিক্রি করা যায়, সে বিষয়ে রাজ্যগুলির ভেবে দেখা প্রয়োজন। এক্ষেত্রে হোম ডেলিভারি খুবই কার্যকর বলে মনে করছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষণ কৌল এবং বিআই গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা কোনও নির্দেশ জারি করছি না৷ তবে  সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে রাজ্যগুলির উচিত মদের হোম ডেলিভারির বিষয়টি বিবেচনা করে দেখা৷’’ সূত্রের খবর, খাবার ডেলিভারি অ্যাপ জোম্যাটে ইতিমধ্যেই মদের হোম ডেলিভারির বিষয়ে চিন্তাভাবনা করছে৷ তবে এক্ষেত্রে আইনি সমস্যা রয়েছে৷ আমাদের দেশে এখনও পর্যন্ত মদের হোম ডেলিভারির নিয়ম তৈরি হয়নি৷ এর জন্য কিছু নিয়ম পরিবর্তন করতে হবে৷ 

গত সোমবার থেকে মদের দোকান খুলতেই চোখে পড়ে দীর্ঘ লাইন৷ কয়েক কিলোমিটার দীর্ঘ এই লাইনে ছিল না সোশ্যাল ডিসট্যান্সের বালাই৷ নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা মাথাচারা দিতে শুরু করে৷ এদিন মামলাকারী আইনজীবীর তরফে আদালতকে বলা হয়, মদের দোকানে ভিড় যেন সাধারণ মানুষের জীবনে দুঃখের কারণ না হয়৷ দিল্লি সরকারও মদের হোম ডেলিভারি নিয়ে চিন্তাভাবনা করছে। একটি নির্ধারিত সময়ে মদ কেনার জন্য ওয়েব সাইটে ই-টোকেন ব্যবস্থা চালু করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nine =