EMI ছাড় দিতে কেন এত ‘ঢিলেমি’ কেন্দ্রের? হলফনামা চাইল শীর্ষ আদালত

EMI ছাড় দিতে কেন এত ‘ঢিলেমি’ কেন্দ্রের? হলফনামা চাইল শীর্ষ আদালত

 

নয়াদিল্লি:  কোনও ভাবেই যেন বাধ মানছে না করোনা৷ সংক্রমণ বেড়ে চলেছে বিদ্যুৎ গতিতে৷ বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন৷ মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের৷ ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৪৷ মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের৷ করোনা সংক্রমণ রুখতে লকডাউন পর্ব কাটিয়ে আনলক শুরু হয়েছে৷ কিন্তু, তাতেও ফেরেনি দেশের অর্থনীতির হাল৷ আয় কমেছে জনতা৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ আর এই পরিস্থিতি ঋণ মেটাতে চরম বিপাকে পড়েছেন জনতা৷ করোনা আহবে ৩ মাস এএমআই ছাড়া দেওয়ার ঘোষণা হলেও রয়েছে গুচ্ছ জটিলতা৷ সেই জটিলতা কাটাতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা জানাল দেশের শীর্ষ আদালত৷ 

আরও পড়ুন- থ্রি ডি মডেলে সমাবর্তন, প্রযুক্তির কামাল দেখালেন বম্বে আইআইটি ২০ পড়ুয়া

এ দিন ঋণের ইএমআইয়ের উপর মোরাটোরিয়াম মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকারকে বকেয়া সম্পর্কে নিজেদের অবস্থান এবং হলফনামা জমার বিলম্বের কারণ জানাতে চেয়েছে শীর্ষ আালত৷ সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, “আপনাদের অবস্থান স্পষ্ট করে জানান। আপনারা বলেছিলেন, রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, আমরা আরবিআইয়ের জবাবের ভিত্তিতেই এগিয়ে চলেছি। তবে কেন্দ্র আরবিআইয়ের আড়ালে লুকিয়ে রয়েছে৷”  করোনাভাইরাস লকডাউনের সময় ঋণের কিস্তির উপর স্থগিতাদেশের সুযোগ দেওয়া হয়। সেই মোরাটোরিয়াম পর্যায়ে অতিরিক্ত সুদ আদায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতে মামলা চলছে। ওই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বেঞ্চ কড়া সমালোচনা করে কেন্দ্রের। এদিন আদালত আরও জানিয়েছে, ‘‘কড়াকড়ি লকডাউন জারি করেই দেশে অর্থনৈতিক সমস্যা তৈরি করেছে সরকার। দুটি বিষয়ে আমাদের আপনাদের অবস্থান জানতে হবে: বিপর্যয় মোকাবিলা আইন, এবং সুদের ওপর সুদ৷’’

আরও পড়ুন- ভারতে শুরু অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আনলক ৪ এর নয়া নির্দেশিকা৷ এই পর্বে মেট্রো পরিষেবায় সবুজ সংকেত দেওয়া হতে পারে বলে জোড় গুঞ্জন৷ গত ২২ মার্চ থেকে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা৷ সেপ্টম্বর থেকে তা ফের গতি পেতে চলেছে বলেই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর৷ এদিকে, সংক্রমণের মধ্যেই আজ থেকে খুলে গেল পদ্মনাভস্বামী মন্দির৷  অন্যদিকে, অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে হাত মিলিয়ে বুধবার থেকেই ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল৷ পুণের ভারতী বিদ্যাপীঠ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ছ’জন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা টিকা৷ রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি নিয়েও সে দেশের সঙ্গে কথা বলছে ভারত৷

আরও পড়ুন- কংগ্রেসের হাইকমান্ডকে দেওয়া চিঠির পটভূমি ৫ মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল

 
 

দেশে আক্রান্তের সংখ্যা যেমন রোজ বাড়ছে, তেমনই প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। দেশে কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাব্যাঞ্জক। বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৭ হাজার ২৬৭ জন করোনা রোগী৷ তার মধ্যে মোট ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের তিন চতুর্থাংশই সুস্থ হয়েছেন।  করোনা আক্রান্ত হয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ বুধবার সকালে ট্যুইট করে এ কথা জানান ৮৫ বছরের এই প্রবীণ কংগ্রেস নেতা৷

তিনি টুইট করে বলেন, ‘‘গতকাল আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷’’ করোনা ধরা পড়েছে হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালেরও৷ এদিকে আবার আজ থেকেই হরিয়ানায় শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। তবে করোনা আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তাতে যোগ দেবেন না।  গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২২ জন পুলিশকর্মী। থানেতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে৷ রাজস্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১০ জন। ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ৩৭১ জন। দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *