রেশন ব্যবস্থায় কেন্দ্রের নীতি মানবে না রাজ্য! কিন্তু, কেন?

কলকাতা: দেশ এক রেশন কার্ড নীতি গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, তা মানতে চাইছে না রাজ্য৷ কেননা, কেন্দ্রের নীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয় বলেই এই নীতি থেকে নিদের সরিয়ে আনতে পারে রাজ্য৷ আগামী বছরের ৩০ জুনের মধ্যে গোটা দেশে এই ব্যবস্থা চালু হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি

রেশন ব্যবস্থায় কেন্দ্রের নীতি মানবে না রাজ্য! কিন্তু, কেন?

কলকাতা: দেশ এক রেশন কার্ড নীতি গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, তা মানতে চাইছে না রাজ্য৷ কেননা, কেন্দ্রের নীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয় বলেই এই নীতি থেকে নিদের সরিয়ে আনতে পারে রাজ্য৷

আগামী বছরের ৩০ জুনের মধ্যে গোটা দেশে এই ব্যবস্থা চালু হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি দেচ্ছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক৷ কেন্দ্র মতামত জানতে চাইলে নবান্নর মত নেওয়ার পর রাজ্যের সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে৷ তবে, রাজ্য কেন্দ্রের এই ব্যবস্থ মেনে নেবে না বলে জানা গিয়েছে৷ কেননা, ওই নীতি কার্যকর করার ক্ষেত্রে অনেক অসুবিধা আছে৷ রাজ্যের প্রশ্ন, কেন্দ্র যা চাইবে সেটাই কি করতে হবে?

দুর্নীতি রুখতে এবার রেশন ব্যবস্থায় বড়বড় পরিবর্তন আনতে চলছে কেন্দ্র৷ আধারের সঙ্গে রেশন কার্ড  সংযোগ না হওয়ায় রেশনের খাদ্যশস্য বেহাত হয়ে যাচ্ছে৷ বঞ্চিত হচ্ছেন কয়েক কোটি গ্রাহক৷ এবার সেই রেশন দুর্নীতি রুখতে আগামী ছ’মাসের মধ্যে গোটা দেশের রেশনের জন্য বরাদ্দ খাদ্যশস্যর ওপর নজরদারি চালাতে অনলাইনে গুরুত্ব বাড়াতে চলছে কেন্দ্র৷

সস্তায় রেশনের খাদ্যশস্য দিতে ‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি নিয়ে চালু করতে চলেছে সরকার৷ এই ব্যবস্থা চালু হলে গোটা দেশের যে কোনও রাজ্যের যে কোনও দোকান থেকে রেশন তুলতে পারবেন গ্রাহকরা৷ যদিও বিষয়টি নিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকই ধোঁয়াশায় থেকে গিয়েছে৷ রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হলেও এক রাজ্য থেকে অন্য রাজ্যের ক্ষেত্রে তা সমস্যার সৃষ্টি হতে পারে৷ কারণ, যেসব নাগরিক রেশন পাওয়ার যোগ্য, তাদের কে, কোন দোকান থেকে রেশন পাবেন, তা নির্দিষ্ট থাকে৷ সেই হিসেব মতোই দোকানদারদের খাদ্যশস্য সরবরাহ করা হয়৷ তাই এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করলে জটিলতা তৈরি হতে পারে মন্ত্রকের একাংশের আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =