Aajbikel

বিপর্যস্ত হিমাচলের দিকে বন্ধুত্বের হাত, আর্থিক সাহায্য ঘোষণা নবান্নের

 | 
লন্ডভন্ড হিমাচল, হড়পা বান মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃত বেড়ে ২২, নিখোঁজ ৫

কলকাতা: শেষ কয়েক সপ্তাহ এবং মাসে লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে হিমাচল প্রদেশ। বন্যা, নাগাড়ে বৃষ্টি এবং ভূমিধসে কার্যত তছনছ হয়েছে জনজীবন। বহু মানুষ আহত হয়েছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন, অনেকে মারা গিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতি যে সঙ্গীন হবে তা জানা কথা। তাই হিমাচল প্রদেশের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। ক্ষতি পুরণে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে হিমাচল সরকারকে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, বাংলার সরকারের পক্ষ থেকে হিমাচল প্রদেশ সরকারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর থেকে বেশিই তিনি দিতে চেয়েছিলেন। কিন্তু জানানো হয়েছে, সরকারের যেটুকু সামর্থ তা দিয়েই সরকার সাহায্য করছে। এছাড়াও হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বলেও খবর। যদিও এর আগে কেন্দ্রের তরফে মোট ৩৬০ কোটি টাকা দেওয়া হয়েছে হিমাচল সরকারকে। 

হিমাচল প্রদেশে বৃষ্টি ও ধসের কারণে মৃতের সংখ্যা ৮০ ছুঁইছুঁই। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছে সরকার। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ধসের নীচে অনেকে চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হয়েছে। তাই মৃতের সংখ্যাও যে পড়ে বাড়বে সেই ভয় থেকেই গিয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা করছে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকার। 
 

Around The Web

Trending News

You May like