বছরের প্রথম দিনেই বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! অব্যবস্থার অভিযোগ

বছরের প্রথম দিনেই বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! অব্যবস্থার অভিযোগ

শ্রীনগর: নতুন বছরের শুরুটা ভাল হল না। প্রথম দিনেই জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু এবং প্রায় ১৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয় এখানে। হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য।এবার সেই পথেই ভিড়ের কারণে ধাক্কাধাক্কি হয়। তারপরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনার জন্য অব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত ভিড়ের অভিযোগ উঠছে।

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মন্দির চত্বরে যত লোক থাকতে পারে তার থেকে অনেক বেশি মানুষ জোড়ো হয়েছিল। সেখান থেকে অন্য কোথাও যাওয়ার কোনও উপায় ছিল না, ফলে ধাক্কাধাক্কি শুরু হয়। অনেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে না পেরেই মাটিতে পড়ে যায়। ভোররাতে খানিক অন্ধকার থাকায় কেউই কিছু বুঝতে পারছিল না যে কী হচ্ছে। ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যাপক শোরগোলের কারণে অনেকে পদপিষ্ট হয়। তিনি আরও জানিয়েছেন, অনেকেই সেই সময় ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ভিড়ের কারণে তা সম্ভব হয়নি। ফলে আরও বেশি মানুষ আহত হয়েছে।

আপাতত জানা গিয়েছে, আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, রাত ২টো ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরেই সেখানে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। জানান হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =