নয়া সংসদ ভবনের ভূয়সী প্রশংসা শাহরুখের, উত্তর দিলেন প্রধানমন্ত্রীও

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়েছে দেশের নতুন সংসদ ভবনের৷ কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন তৃণমূল কংগ্রেস সহ-১৯টি রাজনৈতিক দল৷ উদ্বোধন বিতর্ক গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত, কিন্তু কোনও লাভ হয়নি। নির্দিষ্ট সময় মতোই এই সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের প্রায় সব স্তর থেকেই সংসদ ভবনের প্রশংসা আসছে। খেলার জগত হোক কিংবা বিনোদন জগত, সকলেই প্রশংসা করছেন এই নয়া সংসদ ভবনকে। তা নিয়ে টুইট করেছেন বলিউডের কিং খান, শাহরুখ খানও।
জানুয়ারি মাসে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম 'পাঠান' মুক্তি পেয়েছিল। বক্স অফিসে তা কামাল করেছে। গোটা বিশ্বে ১০০০ কোটির ওপর ব্যবসা করেছে এই ছবি। কিন্তু সকলেই জানে জে ছবি মুক্তির আগে কী পরিস্থিতি হয়েছিল। শাহরুখ খানকে বয়কট করার আওয়াজ তোলা হয়েছিল বিজেপির একাংশের পক্ষ থেকে। কিন্তু কোনও লাভ হয়নি তাতে। সেই সময় প্রধানমন্ত্রী মোদীও পরোক্ষ বার্তা দিয়েছিলেন 'পাঠান' অনুকূলে। এবার নতুন সংসদ ভবন মিলিয়ে দিল বলিউড বাদশা এবং দেশের প্রধানমন্ত্রীকে। নতুন সংসদ ভবনের একটি ভিডিও দিয়ে টুইট করেছেন শাহরুখ খান। তাতে রয়েছে নিজের গলায় বার্তাও।
Beautifully expressed!
— Narendra Modi (@narendramodi) May 27, 2023
The new Parliament building is a symbol of democratic strength and progress. It blends tradition with modernity. #MyParliamentMyPride https://t.co/Z1K1nyjA1X
শাহরুখের পাশাপাশি রণবীর সিং, সোনু সুদ, অক্ষয় কুমারের মত তারকারাও টুইট করেছেন। এছাড়া ক্রিকেটার শিখর ধাওয়ানও বার্তা দিয়েছেন সোশ্যাল মাধ্যমে। যদিও সবথেকে বেশি চর্চা হচ্ছে শাহরুখ খানের টুইট নিয়ে। এই প্রসঙ্গে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, শাহরুখ খান নতুন সংসদ ভবনের পক্ষে কথা বলেছেন। এবার আর মহারাষ্ট্রের বিজেপি নেতারা ওর বিরুদ্ধে কথা বলবেন না। ওঁর সিনেমাও ব্যান করা হবে না।