নয়াদিল্লি : শ্রীলঙ্কার যারা বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের প্রশিক্ষণ হয়েছিল কাশ্মীরে। কেরলেও এসেছিল তারা। সেনাপ্রধান মহেশ সেনানায়েকে বিবিসিকে জানিয়েছেন এই তথ্য। ২১ এপ্রিলের বিস্ফোরণের পর ভারতীয় গোয়েন্দারা এই সূত্র ধরেই অনুসন্ধানে নেমেছেন।
সেনানায়েকে জানান, তারা বেঙ্গালুরু, কাশ্মীর, কেরলে গিয়েছিল বলে তাঁদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে। তারা প্রশিক্ষণ ও অন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরি করতেই গিয়েছিল। এনআইএ তানিলনাড়ু ও কেরেল তল্লাশি চালিয়ে বহু লোককে গ্রেফতার করেছে যারা আইএসের সঙ্গে তাদের যোগের কথা কবুল করেছে। শ্রীলঙ্কার হামলার সঙ্গে তাদের যোগ রয়েছে। শ্রীলঙ্কার ন্যাশনাল তৌহিজ জামাতের নেতা মৌলবি জাহরান বিন হাসিম ভারতে এসেছিল বলে পাকা খবর পাওয়া গিয়েছে।