সংসদে বাংলায় ভাষণের অনুমতি, চাঙ্গা বঙ্গ বিজেপি

কলকাতা: সংসদে বিজেপি সাংসদের বাংলা ভাষায় বক্তব্য পেশের অনুমোদন দিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের সৌজন্যে চলতি অধিবেশনে বেশ চাঙ্গা লকেট চট্টোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার-সহ বিজেপি সাংসদরা৷ চলতি শীত অধিবেশনে ইতিমধ্যেই লোকসভায় বাংলা ভাষায় নিজেদের মতামত পেশ করছেন বিজেপি সাংসদরা৷ চিটফান্ড কেলেঙ্কারি থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বঙ্গ বিজেপির সাংসদরা৷ সাংসদদে বাংলা বলার সুযোগ দেওয়ার

সংসদে বাংলায় ভাষণের অনুমতি, চাঙ্গা বঙ্গ বিজেপি

কলকাতা: সংসদে বিজেপি সাংসদের বাংলা ভাষায় বক্তব্য পেশের অনুমোদন দিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের সৌজন্যে চলতি অধিবেশনে বেশ চাঙ্গা লকেট চট্টোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার-সহ বিজেপি সাংসদরা৷

চলতি শীত অধিবেশনে ইতিমধ্যেই লোকসভায় বাংলা ভাষায় নিজেদের মতামত পেশ করছেন বিজেপি সাংসদরা৷ চিটফান্ড কেলেঙ্কারি থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বঙ্গ বিজেপির সাংসদরা৷

সাংসদদে বাংলা বলার সুযোগ দেওয়ার প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় জানিয়েছেন, ২০১৪ থেকে বাংলার সাংসদদের ‘পারফরম্যান্স’ খুবই খারাপ৷ দেব, সন্ধ্যা রায়, উমা সোরসহ বিজেপির সাংসদের উপস্থিতি থেকে বক্তবা বলার ক্ষেত্রে বেশ পিছিয়ে৷ ফলে, সেই ফলাফল দেখে বাংলায় বলার সুযোগ দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, বাংলায় শক্ত ঘাসফুলের মাটিতে যেহারে পদ্ম ফুটেছে, সেদিকে লক্ষ্য রেখে লোকসভায় বিজেপির প্রতিনিধিদের সক্রিয় করে তুলতে বাংলায় বলার সুযোগ দেওয়া হয়েছে৷ দিল্লির নেতারও অকপট স্বীকারে করে নিয়েছেন, বঙ্গ বিজেপির ১৮ জন সাংসদের মধ্যে বেশ কয়েকজনের হিন্দি ও ইংরেজি ভাষার উপর দখল কম৷ পিছু নেই তৃণমূলও৷ ফলে, সেই সমস্যার কথা ভেবে মাতৃভাষায় বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fourteen =