নয়াদিল্লি: আহমেদাবাদে বিশাল 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের আগে, রবিবার ফরচুন ল্যান্ডমার্ক হোটেলে প্রস্তুতি পর্ব তুঙ্গে। রাষ্ট্রপতি ট্রাম্প এবং ফার্স্ট লেডির (ফ্লোটাস) তাদের সাবারমতি আশ্রম সফরের সময় বিশেষ মেনু প্রকাশ্যে আনলেন শেফ সুরেশ খান্না। সম্পূর্ণ নিরামিষ পদ। খাবারের বিশষত্ব হ'ল খামান ঢোকলা সহ, বিশেষ গুজরাটি আদা চা, ব্রোকলি এবং কর্ন সামোসা, আইস টি, গ্রিন টি এবং মাল্টি গ্রেইন কুকিজ্। তবে এই সমস্ত পদের প্রবাদ এবং মান পরীক্ষা করে দেখা হবে ট্রাম্প পরিবারের প্লেটে পরিবেশনের আগে। শেফ জানিয়েছেন যে অতিথিদের পরিবেশন করার আগে প্রথমে সমস্ত খাবারগুলি চেখে দেখবেন খাবার পরিদর্শকদের একটি বিশেষ দল। মোদির আমন্ত্রণে সেখানে প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন বিশেষ অতিথি।
ট্রাম্প যিনি অ্যালকোহল বিরোধী এমনকি কফিও এড়িয়ে চলেন, তিনি কিন্তু ফাস্ট ফুড এবং ডায়েট কোকের বিশেষ ভক্ত বলে মনে করা হয়। লাইভমিন্ট সংবাদ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের দৈনন্দিন পছন্দের একটি খাদ্য তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তুলে ধরা হয়েছে তাঁর দৈনন্দিন খাদ্যাভ্যাস ও বিশেষত তাঁর ফাস্টফুড প্রীতির কথা। সেখানে উল্লেখিত তথ্য অনুসারে-
ট্রাম্প প্রকাশ্যেই বলেন নিজের পছন্দের খাবারের কথা। তিনি বলেন যে তিনি প্রায়শই প্রাতঃরাশ এড়িয়ে চলেনন, তবে যদি খেতেই হয় সেক্ষেত্রে তিনি বেকন এবং ডিম পছন্দ করেন। তাঁর পছন্দের খাবারে মধ্যে রয়েছে ডিম সহযোগে বেকন। হাতে সময় কম থাকলে এক বাটি দুধ এবং সেলারি (খাদ্য শস্য যেমন- ওটস, কর্নফ্লেকস প্রভৃতি) দিয়েই কাজ চালিয়ে নেন। ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময়, দিনের শুরুতেই ট্রাম্পের খাদ্য তালিকায় নিয়মিত থাকত এগ ম্যাকমফিন। একইসঙ্গে ফাস্ট ফুডের অন্যান্য খাবারগুলির মধ্যে থাকত দুটি বিগ ম্যাক, দুটি ফাইল-ও-ফিশ স্যান্ডউইচ এবং একটি বড় চকোলেট শেক। শুনে অবাক হতেই হয় যে মার্কিন রাষ্ট্রপতি কফি, চা বা অ্যালকোহলের ধারেকাছে ঘেঁষেন না। পরিবর্তে থাকে লিটার লিটার ডায়েট কোক ,কখনও কখনও দিনে ১২ লিটারও হয়ে যায়।
লে'স এর আলুর চিপস তাঁর রান্নাঘর সবসময়ই মজুত থাকে। আর পছন্দের মিষ্টির তালিকায় শীর্ষে আছে চেরি-ভ্যানিলা আইসক্রিম এবং চকলেট কেক। এক্ষেত্রে উল্লেখ করা যায়, মার্কিন সরকারের একটি কর্মবিরতির সময় – যখন হোয়াইট হাউস রান্নাঘরের্ও কর্মবিরতি চলছিল – তখন কলেজ ফুটবল চ্যাম্পিয়নস-ক্লিমসন টাইগার্স বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রিতদের রাতের খাবারের জন্য পিজ্জা ও ১০০০ হ্যামবার্গার সহ সম্পূর্ণ ফাস্ট-ফুড রাখতে বলেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়,রেজোলিউট ডেস্কে একটি “ছোট্ট লাল বোতাম” ছিল, সেই বোতাম টিপলেই একটি নতুন ডায়েট কোক সহযোগে ওই ফাস্টফুড পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছিল।