৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার

নয়াদিল্লি: কর্মসংস্থানের উপর যে এবার বিশেষ নজর দেওয়া হবে, সে কথা শুরুতেই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট…

nirma

নয়াদিল্লি: কর্মসংস্থানের উপর যে এবার বিশেষ নজর দেওয়া হবে, সে কথা শুরুতেই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশের বাজারে পৌঁছে দিতে ই-কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মোডে। এক ছাদের তলায় পণ্য বিক্রি ও রফতানির বন্দোস্ত করা হবে৷ এছাড়াও একটি বিশেষ প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার অধীনে আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। গোটা এক বছর হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন তাঁরা৷ উপরন্তু প্রতি মাসে ৫০০০ টাকা ও এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে। সংস্থাগুলি যাতে সিএসআর ফান্ড থেকে ট্রেনিং-এর খরচ বহন করে, সে কথা বাজেটে উল্লেখ করা হয়েছে৷