করোনা রুখতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

করোনা রুখতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপ করছে   জরুরি এক বৈঠকে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। অর্থনীতি সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় ছাড় ও নিয়মের পরিবর্তনের কথা ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার মে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি করলেন-

ধরনের কোনও চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন সাধারণ মানুষ। সে ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না।

২০১৮-’১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার দিন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল।

সে ক্ষেত্রে সুদের হার কমিয়ে ১২ থেকে ৯ শতাংশ করা হল।

টিডিএস রিটার্নের ক্ষেত্রে জমা দেওয়ার শেষ দিন একই থাকবে, তবে দেরিতে জমা দিলে আগে ১৮ শতাংশ সুদ দিতে হত। সেই সুদের হার কমিয়ে ৯ শতাংশ করা হল।

যে সমস্ত সংস্থার বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম, তাদের ক্ষেত্রে সুদ নেওয়া হলেও, আয়কর রিটার্নের ক্ষেত্রে কোনওরকম লেট ফি দিতে হবে না।

আধার-প্যান সংযুক্তিকরণের সময় বাড়িয়ে ৩০ জুন করা হল।

নতুন ব্যবসার ক্ষেত্রে সংস্থার নথিভুক্তিকরণের পর এত দিন ছ’মাসের মধ্যে সরকারকে একটা ঘোষণাপত্র জমা দিতে হত, তার মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল।

আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও চার্জ দিতে হবে না।

অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে এত দিন চার্জ নেওয়া হত, আপাতত তা নেওয়া হবে না।

জরুরি প্রয়োজন না থাকলে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই লেনদেন করতে পারেন সাধারণ মানুষ।

এছাড়াও  ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ছাড় দেওয়া হয়েছে।ওষুধ চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জরুরি সেবার আওতায় আগামী ৩০ শে জুন পর্যন্ত কাস্টম সার্ভিস ২৪ ঘণ্টার জন্য (সারাদিন সারারাত)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 14 =