বাংলাকে দেওয়া হোক বিশেষ আর্থিক সাহায্য, সওয়াল অধীরের

নয়াদিল্লি: বাংলা বিশেষ আর্থিক সাহায্যের জন্য সংসদে বিল আনতে সওয়াল করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ নতুন বিল আনার পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সিদ্ধান্তের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি৷ কেননা, রাষ্ট্রপতি অনুমতি দিলেই এই সংক্রান্ত বিল লোকসভায় আনা যাবে৷ সেই বিল পাশ হয়ে গেলে সরকারের কাছে কোনও দরবার বা আবেদন করা প্রয়োজন হবে

বাংলাকে দেওয়া হোক বিশেষ আর্থিক সাহায্য, সওয়াল অধীরের

নয়াদিল্লি: বাংলা বিশেষ আর্থিক সাহায্যের জন্য সংসদে বিল আনতে সওয়াল করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ নতুন বিল আনার পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সিদ্ধান্তের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি৷ কেননা, রাষ্ট্রপতি অনুমতি দিলেই এই সংক্রান্ত বিল লোকসভায় আনা যাবে৷ সেই বিল পাশ হয়ে গেলে সরকারের কাছে কোনও দরবার বা আবেদন করা প্রয়োজন হবে না রাজ্যের৷ আইনের অধিকারেই রাজ্য বিশেষ আর্থিক সাহায্য পাবে বলেও মত অধীরের৷

অধীর চৌধুরির সওয়ালের ভিত্তিতে দ্য স্পেশাল অ্যাসিসট্যান্স টু দ্য স্টেট অব ওয়েস্ট বেঙ্গল বিল ২০১৯ নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিলটি অর্থনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত৷ কেন্দ্রকে আর্থিক সাহায্য করতে হলে ভারতের অর্থভাণ্ডার থেকেই তা খরচ করতে হবে৷ ফলে রাষ্ট্রপতির অনুমোদন একান্ত প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =