আম আদমি পার্টিতে সোনু? নতুন ভূমিকায় জল্পনা বাড়ালেন অভিনেতা

আম আদমি পার্টিতে সোনু? নতুন ভূমিকায় জল্পনা বাড়ালেন অভিনেতা

833e20f45cfe34ca54dd3b1357aca8cb

নয়াদিল্লি:  করোনাকালে গত বছর লকডাউন পর্বের শুরু থেকেই গরিবের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন বলিউড তারকা সোনু সুদ৷ এর পর থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন মানুষের জন্যে৷ তবে বেশ কিছুদিন ধরেই বাড়ছিল তাঁর রাজনীতি যোগের জল্পনা৷ সেই জল্পনাই এবার সত্যি হলতে চলেছে৷ তবে বিজেপি বা কংগ্রেসের মতো কোনও সর্বভারতীয় দল নয়৷ সোনু যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে৷ শুক্রবার সকালে তিনি দেখা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দলের আহ্বায়ক রাঘব চাড্ডার সঙ্গে৷ 

আরও পড়ুন- কলেজিয়ামের সুপারিশে সায়, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি পেতে চলেছে দেশ

এদিন সকালে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, দিল্লি সরকারের নতুন একটি কর্মসূচিতে মেন্টর হিসাবে কাজ করবেন অভিনেতা। দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন সোনু সুদ৷  সামনেই পঞ্জাব ভোট৷ তার আগে বড় চমক দিল আপ৷ কারণ সোনুর জন্ম পঞ্জাবে৷ ফলে পঞ্জাব নির্বাচনের আগে দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সোনুর নিযুক্তি ‘আপ’কেই রাজনৈতিক মাইলেজ দেবে৷ আপাতত শিশুদের জন্য দিল্লি সরকারের কর্মসূচির প্রচার করবেন অভিনেতা৷ এখনই সরাসরি আম আদমি পার্টিতে যোগ না দিলেও, খুব শীঘ্রই তাঁকে দলের পতাকা হাতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ সোনুকে সরাসরি দলে পেতে আগ্রহী অরবিন্দ কেজরিওয়ালও৷ 
 

আরও পড়ুন- টিকা দেওয়ার পরেও দেশে কতজন আক্রান্ত? রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার পর অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘নিজের ব্যস্ত সূচি থেকে আমাদের জন্য সময় বার করেছেন উনি৷ তাঁর জন্য সোনুকে ধন্যবাদ৷ গোটা দেশের কাছে উনি অনুপ্রেরণা৷ হাজার হাজার মানুষ সাহায্যের জন্য ওঁর মুখাপেক্ষী৷ এতগুলি সরকার মিলে যা করতে পারেননি, তিনি তা করে দেখিয়েছেন৷ এটাকে মিরাকেল ছাড়া কিছুই বলা চলা না৷ কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে৷ দিল্লি সরকার কী কাজ করেছে তা ওঁর সামনে তুলে ধরেছি৷’  উল্লেখ্য, এদিন প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *