মুম্বই: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কাছে যেন ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ৷ রিয়্যাল হিরোর মতোই এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন এই বলি তারকা৷ নিঃস্বার্থ এবং নিরলসভাবে পরিযায়ীদের বাড়ি ফেরানোর কাজ করে চলেছেন তিনি৷ এর আগে বাস ও ট্রেনে করে বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের বাড়ি ফিরিয়েছেন সোনু৷ তবে কিছুদিন আগে বিশেষ বিমানে করে ১৭৭ পরিযায়ী শ্রমিককে কেরল থেকে ওড়িশায় পাঠান এই অভিনেতা৷ আর এবার বিশেষ বিমানে মুম্বই থেকে ১৮০ জন অসমীয়া শ্রমিককে বাড়ি ফেরালেন সোনু সুদ৷
মুম্বইয়ের উপকূলে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আছড়ে পড়ার আগেই এই শ্রমিকদের সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ সরিয়ে নিয়ে গিয়েছিলেন নিরাপদ আশ্রয়ে৷ সেখানে তাঁদের জন্য সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি খাবারের বন্দোবস্তও করেছিলেন সোনু৷ এর পর তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোন নেন ‘সিম্বা’-খ্যাত এই অভিনেতা৷ ব্যবস্থা করেন বিমানের টিকিটের৷ মঙ্গলবার সকালে বিশেষ বিমান অসম রওনা দেন ১৮০ জন অসমীয়া পরিযায়ী৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, ‘‘আমরা ভীষণভাবে চাইছিলাম এই অসমীয়া পরিযায়ী শ্রমিকরা যেন তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে পারে৷ তাঁদের জন্য বিশেষ বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়৷ বিমানে ওঠার আগে ওদের হাসিমুখগুলো চোখে জল এনে দিয়েছিল৷ অনেকেই প্রথমবার বিমানে চাপবে বলে খুব খুশি ছিল৷ অনেকে আবার পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে ফিরে যাওয়ার আনন্দে উতলা৷’’ সোনু বলেন, ‘‘আমি খুশি৷ এই অসময়ে ওদের পাশে থাকতে পেরেছি৷’’
অন্যদিকে, বান্দ্রা টার্মিনাসে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হল না সোনু সুদকে৷ টার্মিনাসের বাইরেই তাঁর পথ আটকাল রেল পুলিশ৷ সোমবার রাতে মুম্বই থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে স্পেশ্যাল ট্রেন রওনা দেওয়ার আগে কিছু পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনু৷ অভিযোগ, সেখানে তাঁর পথ আটকায় আরপিএফ৷ কিন্তু কেন তাঁকে আটকানো হল, তা এখনও স্পষ্ট নয়৷ এদিকে বাড়ি ফেরার আগে অভিনেতার সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা। অন্যদিকে তাঁদের সঙ্গে দেখা না করতে পারায় দুঃখ প্রকাশ করেছেন সোনু সুদ।
তবে শুধু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগই নেননি সোনু৷ এগিয়ে এসেছেন সামাজিক কাজেও৷ যে সকল মানুষ গার্হস্থ্য হিংসার শিকার, তাঁদের পাশে দাঁড়াতে হোথুর ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। সোনু বলেন, লকডাউনের কারণে ঘরবন্দি থাকা মহিলাদের উপর গার্হস্থ্য হিংসার ঘটনা বহুগুণ বেড়ে গিয়েছে। সেই সকল মহিলাদের পাশে থাকতে চান তিনি।