হায়দরাবাদ: করোনা পরিস্থিতি নিয়ে দেশের অবস্থা বেশ খারাপ। বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু করোনায় আক্রান্ত হলে এখন মৃত্যুর চেয়েও বেশি আশঙ্কা পড়শিদের দুর্ব্যবহারের। কেউ করোনা আক্রান্ত হয়েছে শুনলেই পাড়ায় তিনি হয়ে যান অচ্ছুৎ। কিন্তু এবার পরিবারের মধ্যেই ঘটল এমন ছুঁৎমার্গের ঘটনা।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারালগলে। সেখানে এক বৃদ্ধার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এমন ঘটনা নতুন নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে দেশের কোনও না কোনও জায়গা থেকে করোনা আক্রান্তের খবর আসছে। কিন্তু এক্ষেত্রে ছবি কিছুটা ভিন্ন। অন্যান্য জায়গায় করোনা আক্রান্তদের পাশে থাকে পরিবারের লোকেরা। তাঁকে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়। কিন্তু ৮২ বছর বয়সী এই মহিলাকে করোনায় আক্রান্ত হওয়ার পর একটি মাঠে অস্থায়ী শেডে থাকতে বাধ্য করা হয়। এমন কাজ করে তাঁর নিজে ছেলেরাই। বস্তুত ছেলেরা ওই মহিলাকে সেখানে ফেলে রেখে যায়।
আরও পড়ুন: NCB অফিসে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজই গ্রেপ্তার হতে পারেন রিয়া
ওই মহিলার নাম লাকচাম্মা। তাঁর চার ছেলে ও এক মেয়ে। ওয়াকার ছাড়া তিনি চলাফেরা করতে অক্ষম। ভেলরু মণ্ডলের পেছড়া গ্রামের কৃষিকাজ করে তার দিন অতিবাহিত হত। ওই বৃদ্ধ মহিলার শরীরে গত কয়েকদিন ধরে করোন ভাইরাসের লক্ষণ দেখা দিচ্ছিল। ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে তাঁর চার ছেলে শনিবার তাঁকে গ্রামেরই একটি কুয়োরর কাছে ফেলে দেয়। তাঁর মেয়ে পরে তাঁর মায়ের অবস্থা এবং তাঁর ভাইদের অমানবিক আচরণ সম্পর্কে জানতে পারেন। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি গ্রামে ছুটে আসেন। তিনিই তাঁর অসুস্থ মায়ের যত্ন নেওয়ার জন্য তাঁকে নিয়ে যান।
তেলঙ্গানায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০২ টি নতুন করোনা ভাইরাসের রিপোর্ট দাখিল হয়েছে। এছাড়া ৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই রাজ্যে বর্তমানে মোট ১ লক্ষ ৪২ হাজার ৭৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৮৯৫ জন মারা গিয়েছেন। সোমবার পর্যন্ত তেলঙ্গানায় সর্বাধিক ৩১ হাজার ৬৩৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।