৬ মাসের জন্য EMI স্থগিত রাখার আর্জি, মোদিকে চিঠি সোনিয়ার

৬ মাসের জন্য EMI স্থগিত রাখার আর্জি, মোদিকে চিঠি সোনিয়ার

নয়াদিল্লি: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ পিছিয়ে নেই ভারত৷ করোনা থাবা বসিয়েছে ভারতীয় অর্থনীতিতে৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ কেন্দ্রীয় সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ৫৯৩ জন৷ মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ে দাড়িয়েছে ১৩৷ করোনার জেরে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির জন্য এবার সাধারন জনতাকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বেশ কিছু দাবি জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷

করোনার জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ছ’মাসের জন্য ইএমআই মকুব করার জন্য আবেদন জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মোদিকে চিঠি পঠিয়ে গোটা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণাকে সমর্থন জানিয়েছেন সোনিয়া গান্ধী৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সোনিয়া গান্ধী জানিয়েছেন, আপাতত ছ’মাসের জন্য সমস্ত ধরনের ইএমআই মকুব রাখা হোক৷

পাশাপাশি, ব্যাংক ঋণের ক্ষেত্রেও ছ’মাসের জন্য ঋণ মুকুব করারও দাবি তুলেছেন তিনি৷ একই সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন থেকে যে ঋণ বাবদ টাকা কেটে নেওয়া হয়, তাও আপাতত ছ’মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি আর্জি জানিয়েছেন সোনিয়া৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক প্যাকেজ দেওয়ারও দাবি জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 15 =