ভরাডুবির কাটিয়ে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাচ্ছে সোনিয়ার কংগ্রেস

নয়াদিল্লি: ১৩০ কোটি জনতার মধ্যে প্রভাব ফেলেও লোকসভা নির্বাচনে দাগ কাটতে পারেনি কংগ্রেস৷ হয়েছে ভরাডুবি৷ কার্যত ছন্নছাড়া শতাব্দী প্রাচীন দলের নেতারা৷ রাহুল গান্ধীর সভাপতি পদ ছেড়ে দেওয়ায় কম বিরম্বনায় পরেননি কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে শোচনীয় হারের পর ড্যামেজ কন্ট্রোলে নামতে খুব একটা মরিয়া হতে দেখা যায়নি কংগ্রেসকে৷ এবার সেই সমস্ত ভরাডুবির ক্ষত কাটিয়ে উঠে সোনিয়া গান্ধীর

ভরাডুবির কাটিয়ে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাচ্ছে সোনিয়ার কংগ্রেস

নয়াদিল্লি: ১৩০ কোটি জনতার মধ্যে প্রভাব ফেলেও লোকসভা নির্বাচনে দাগ কাটতে পারেনি কংগ্রেস৷ হয়েছে ভরাডুবি৷ কার্যত ছন্নছাড়া শতাব্দী প্রাচীন দলের নেতারা৷ রাহুল গান্ধীর সভাপতি পদ ছেড়ে দেওয়ায় কম বিরম্বনায় পরেননি কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে শোচনীয় হারের পর ড্যামেজ কন্ট্রোলে নামতে খুব একটা মরিয়া হতে দেখা যায়নি কংগ্রেসকে৷ এবার সেই সমস্ত ভরাডুবির ক্ষত কাটিয়ে উঠে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চলেছে কংগ্রেস৷

ইতিমধ্যেই হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশনের৷ মহারাষ্ট্রে ২৮৮ আসনের ও হরিয়ানার ৯০টি আসনে ভোট হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ নভেম্বর৷ মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ ৯ নভেম্বর৷ হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে ২১ অক্টোবর৷ দু’দফায় ভোটগ্রহণ গণনা দিন ধার্য হয়েছে৷ দু’রাজ্যের ২৪ অক্টোবর ভোট গ্রহণ হবে৷ আগামী ২৩ সেপ্টেম্বরে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷  নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই নির্বাচনী যুদ্ধে ঝাঁপাতে চলেছে কংগ্রেস৷ দীপাবলীর আগে ও পরে মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন সোনিয়া গান্ধীর নেতৃত্বে চলা কংগ্রেস৷

মহারাষ্ট্র ও হরিয়ানার পরপর ডিসেম্বর মাসের আগেই ঝাড়খন্ড ও দিল্লির বিধানসভা নির্বাচন হতে পারে৷ হরিয়ানা বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ২ নভেম্বর ও মহারাষ্ট্র বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে ৯ নভেম্বর৷ দিল্লি বিধানসভা মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি৷ ঝাড়খণ্ডের মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ৫ জানুয়ারি৷ তারপর ২০২১ সালে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনের ভোট যুদ্ধ শেষ হতে না হতেই ফের শুরু নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে সোনিয়া গান্ধীর কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =