ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধেও কালোবাজারির আশঙ্কা, প্রধানমন্ত্রীকে চিঠি সনিয়ার

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধেও কালোবাজারির আশঙ্কা, প্রধানমন্ত্রীকে চিঠি সনিয়ার

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট নিয়ে সরব হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ এনিয়ে তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন৷

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার কংগ্রেস সভানেত্রী একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সনিয়া জানান, ‘সম্প্রতি ভারত সরকার মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণার নির্দেশ দিয়েছে। এর থেকেই বোঝা যায়, এর চিকিৎসার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধের যথেষ্ট উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আশা করব যাঁদের প্রয়োজন তাঁরা বিনামূল্যে এই রোগের চিকিৎসা করাতে পারবেন। আমি যতদূর জানি, এই রোগের চিকিৎসার অতি প্রয়োজনীয় একটি ওষুধ লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১। তা সত্ত্বেও বাজারে এই ওষুধটির চরম সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগটির চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে করা হয় না। এমনকি অধিকাংশ বিমা সংস্থাও এই রোগটির চিকিৎসার দায়িত্ব নিতে চাইছে না। আপনার কাছে আমার অনুরোধ শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করুন।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেশজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। রাজস্থান এবং তেলেঙ্গানার পর কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে মহামারি আইনের অধীনে এই রোগকে মহামারি ঘোষণা করার নির্দেশ দিয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে না। দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট নিয়ে সরব হয়েছিলেন। তাঁকে বলেন, ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের অধীনে থাকে। কেন্দ্র তা আটকে রাখায় কোভিড পরিস্থিতিতে আরও সংকট তৈরি হচ্ছে। এবার মমতার সুরেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। এই মারণ রোগের চিকিৎসা সামগ্রী সরবরাহ করার ব্যাপারে কেন্দ্রকে  দ্রুত পদক্ষেপ করার দাবি জানান তিনি৷ এই রোগের চিকিৎসা করাতে হবে প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *