নয়াদিল্লি : উত্তেজিত মমতা বন্দ্যোপাধ্যাকে সামলাতে আসরে নামতে হল সোনিয়া গান্ধিকেই। বুধবার সংসদ অধিবেশনের শেষদিনে অধীর চৌধুরীর বক্তৃতায় দৃশ্যতই ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, মমতা সোনিয়াকে বলেন, আমরা মনে রাখব। অধীর চিটফান্ড কেলেঙ্কারিতে সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন। তাঁর বক্তৃতায় উল্লসিত বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে সমর্থন জানান। পরে সেন্ট্রাল হলে সোনিয়া মমতাকে বলেন, আমরা একে অন্যকে দোষারোপ করছি বটে। কিন্তু আমরা বন্ধু।
মমতার ক্ষোভ সামলাতে আসরে সোনিয়া, কী জবাব দিলেন তিনি?
নয়াদিল্লি : উত্তেজিত মমতা বন্দ্যোপাধ্যাকে সামলাতে আসরে নামতে হল সোনিয়া গান্ধিকেই। বুধবার সংসদ অধিবেশনের শেষদিনে অধীর চৌধুরীর বক্তৃতায় দৃশ্যতই ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, মমতা সোনিয়াকে বলেন, আমরা মনে রাখব। অধীর চিটফান্ড কেলেঙ্কারিতে সরাসরি তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন। তাঁর বক্তৃতায় উল্লসিত বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে সমর্থন জানান। পরে সেন্ট্রাল হলে সোনিয়া মমতাকে বলেন, আমরা