গোটা কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে দিলেন সোনিয়া

কলকাতা: আগেই প্রধানমন্ত্রীর সুনজরে ছিলেন৷ সর্বদল বৈঠকের মঞ্চেই অধীরের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি৷ এবার, কংগ্রেসে কার্যত এক ঘরে থাকা অধীররঞ্জন চৌধুরীর উপর জাতীয় কংগ্রেসের ভার দেওয়ার ঘোষণা হাইকমান্ডের৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী৷ এইউপিএ চেয়ারম্যান সোনিয়ার পেশেই বসার জায়গাও পাচ্ছেন অধীর৷ মঙ্গলবার কংগ্রেসের তরফে অধীরের নাম ঘোষণা করে জাতীয় কংগ্রেস৷ গোটা দেশজুড়ে যখন

গোটা কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে দিলেন সোনিয়া

কলকাতা: আগেই প্রধানমন্ত্রীর সুনজরে ছিলেন৷ সর্বদল বৈঠকের মঞ্চেই অধীরের প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি৷ এবার, কংগ্রেসে কার্যত এক ঘরে থাকা অধীররঞ্জন চৌধুরীর উপর জাতীয় কংগ্রেসের ভার দেওয়ার ঘোষণা হাইকমান্ডের৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন অধীররঞ্জন চৌধুরী৷ এইউপিএ চেয়ারম্যান সোনিয়ার পেশেই বসার জায়গাও পাচ্ছেন অধীর৷

মঙ্গলবার কংগ্রেসের তরফে অধীরের নাম ঘোষণা করে জাতীয় কংগ্রেস৷ গোটা দেশজুড়ে যখন কংগ্রেসের ভরাডুবির হয়েছে, নিজের গরে হেরেছেন দলের সভাপতি, ঠিক তখনও নিজের পায়ের তলার জমি ধরে রাখতে সফল অধীর৷ আর তারই ফলস্বরূপ অধীরের উপর দলের দায়িত্ব দিলেন সোনিয়া গান্ধী৷

গোটা কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে দিলেন সোনিয়াএদিনের বৈঠকে রাহুল গান্ধি লোকসভায় দলনেতা হতে অস্বীকার করেন রাহুল৷ সংসদে দলের রণকৌশল নিয়ে দীর্ঘ বৈঠক করেন রাহুল-সোনিয়া৷ দীর্ঘ বৈঠকের পর অধীর চৌধুরীর নিয়োগের কথা চিঠি দিয়ে লোকসভায় জানিয়ে দিয়েছে কংগ্রেস৷ এই ঘোষণার ফলে, অধীর সংসদের সব গুরুত্বপূর্ণ কমিটিতেই থাকবেন৷ গান্ধী পরিবারের আরও ঘনিষ্ঠও হওয়ার সুযোগও রয়েছে তাঁর হাতে৷

টানা ৫ বার বহরমপুর থেকে জিতে আসছেন অধীর৷ মন্ত্রিত্ব থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসে সভাপতিত্বর দায়িত্ব সামলেছেন একাহাতে৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লোকসভায় সরবও হয়েছেন বারংবার৷ বিজেপি-তৃণমূলকে কাঠগড়ায় তুলে ধারাবাহিক ভাবে করে গিয়েছেন আক্রমণ৷ বিতর্কেও অংশ নিয়েছেন৷ অধীরের দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যের পর এবার লোকসভার নেতা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =