নয়াদিল্লি: লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া লাখ লাখ শ্রমিক৷ এবার তাঁদের ফেরাতে সাহায্যের হাত বাড়াল জাতীয় কংগ্রেস৷ পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া কংগ্রেস বহন করবে বলে সোনিয়া গান্ধীর বিবৃতির পর ১৮০ ডিগ্রি ঘুরে নিজেদের অবস্থান জানাল ভারতীয় রেল৷
লকডাউনে আটকে পড়া শ্রমিক থেকে শুরু করে পড়ুয়া ও পর্যটকদের ফেরাতে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালু করা হবে৷ ‘শ্রমিক স্পেশ্যাল’ চালু করা হলেও যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রেল৷ এই নিয়ে সরব হন বিরোধীরা৷ কাজ হারানো ভুখা শ্রমিকরা কীভাবে টিকিটের ভাড়া গুনবেন, তা নিয়ে শুরু হয় বিতর্ক৷
This will be the Indian National Congress’ humble contribution in service of our compatriots and to stand shoulder to shoulder in solidarity with them: Sonia Gandhi, Congress President https://t.co/j4o56Ok8wp
— ANI (@ANI) May 4, 2020