লকডাউন ভাঙলেই দেখামাত্র গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্রতিবাদ অভিনেত্রীর

করোনা পরিস্থিতিতে লকডাউন অমান্য করার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, লক ডাউন অমান্য করলে দেখামাত্র চালানো হতে পারে গুলি। চন্দ্রশেখর রাওয়ের এই ঘোষণার সমালোচনা করলেন সোনম কাপুর। বুধবার টুইটে এই বিষয়ে তাঁর মত জানিয়েছেন তিনি।

38b204b02252b42ae011753220c3e242

বেঙ্গালুরু: করোনা পরিস্থিতিতে লকডাউন অমান্য করার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, লক ডাউন অমান্য করলে দেখামাত্র চালানো হতে পারে গুলি। চন্দ্রশেখর রাওয়ের এই ঘোষণার সমালোচনা করলেন সোনম কাপুর। বুধবার টুইটে এই বিষয়ে তাঁর মত জানিয়েছেন তিনি।

২৫ মার্চ সকালে সোনম কাপুর টুইটে লিখেছেন, 'আমি অবাক হচ্ছি। এটা কি স্বাভাবিক?' তাঁর এহেন মন্তব্য তেলঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের ঘোষণাকে কেন্দ্র করে। গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এই ঘোষণার পরও একাধিক রাজ্যে নিয়ম অমান্যের ছবি ধরা পড়েছে। সেই পরিস্থিতিতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'জনগণ যদি লক ডাউন অমান্য করে ঘরে না থাকেন তাহলে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করতে বাধ্য হব। তারপরও যদি মানুষ রাস্তায় বেরোয়, মোতায়েন করা হবে সেনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে।' লক ডাউন পরিস্থিতি এভাবে সামলানো অমানবিক বলে মনে করেছেন কেউ কেউ। বলিউড অভিনেত্রী সোনম কাপুরের মনেও তৈরি হয়েছে সংশয়।