মুম্বই: প্রাক্তন বিগ বস প্রতিযোগী কথা বিজেপির তারকা নেত্রী সোনালী ফোগাটের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নেত্রীর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও। কিন্তু এর মধ্যেই সোনালীর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। সোনালীর বোনের দাবি, নেত্রীর বিরুদ্ধে কোনও চক্রান্ত হয়েছে। সেই কারণেই এমন অকালে চলে যেতে হল দিদিকে। চিকিৎসকরা যদিও জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বিজেপি নেত্রীর। কিন্তু সোনালীর পরিবারের সদস্যরা তা মানতে নারাজ।
সোনালীর মৃত্যু নিয়ে সম্প্রতি একাধিক তথ্য সামনে এনেছেন সোনালি ফোগাটের বোন। তাঁর কথায়, ‘২৪ ঘণ্টা আগেই মায়ের সঙ্গে কথা বলেছিল দিদি। একদম সুস্থই ছিলেন। শ্যুটিংয়ে যাচ্ছিল দিদি। আগামী ২৭ আগস্ট বাড়ি আসবে বলেও জানিয়েছিল। সোমবার আচমকাই তাঁর ব্যবহারে পরিবর্তন লক্ষ করেছিলাম। দিদি বলেছিল, খাবার খাওয়ার পর শরীরে অস্বস্তি শুরু হয়। ওর মনে হয়েছিল খাবারের মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। এরপরই দিদির মনে হয়েছিল ওর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে।’
সোনালি ফোগাটের পরিবার সূত্রে খবর, মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে একটি রেস্তরাঁ খেতে গিয়েছিলেন তিনি। গোয়ার অঞ্জুনাতে ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খাচ্ছিলেন তিনি। সেই সময়ই তাঁর শরীর আনচান করতে শুরু করে। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য সোনালী ফোগাট বিনোদন জগতের পাশাপাশি জাতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত একটি নাম। বছর কয়েক আগে দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে অংশগ্রহণ করেন সোনালী। এছাড়াও তিনি একজন জনপ্রিয় টিকটক স্টারও। মৃত্যুর আগের দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এরপরেই সোমবার আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন নেত্রী।