এবার থেকে বদলে গেল SBI-AXIS সহ একাধিক ব্যাঙ্কের নিয়ম, জুড়ল নানা চার্জ

এবার থেকে বদলে গেল SBI-AXIS সহ একাধিক ব্যাঙ্কের নিয়ম, জুড়ল নানা চার্জ

কলকাতা:  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ একাধিক রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে আসতে চলেছে নিয়মের বদল৷ ১ জুলাই থেকেই তা কার্যকর হবে৷ দেখে নিন কোন কোন ব্যাঙ্কে কী কী পরিবর্তন আনা হচ্ছে৷ 
 

আরও পড়ুন- এবার ১২ উর্ধ্বদের জন্য টিকা, জরুরি ভিত্তিতে কেন্দ্রের অনুমোদন চাইল জাইডাস ক্যাডিলা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- 
•    নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে এসবিআই-এর এটিএম বা ব্রাঞ্চ থেকে মাত্র ৪ বার বিনা শুল্কে টাকা তোলা যাবে৷ পঞ্চমবার থেকে টাকা তুলতে গেলে দিতে হবে জিএসটি ও ১৫ টাকা মাশুল
•     বেসিক সেভিংস অ্যাকাউন্টের চেকবুকের প্রথম ১০ পাতা বিনা মূল্যে পাওয়া গেলেও, এর পরের ১০ পাতার জন্য লাগবে ৪০ টাকা ও জিএসটি৷ ২৫ পাতার জন্য লাগবে ৭৫ টাকা ও জিএসটি৷ যদিও সিনিয়র সিটিজেনদের জন্য এই মূল্য ধর্য হবে না৷ 

 

সিন্ডিকেট ব্যাঙ্ক- 
•     ১ জুলাই থেকে বদলে গেল সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC কোড৷ এবার থেকে এই ব্যাঙ্কের গ্রাহকদের নতুন IFSC কোড ব্যবহার করতে হবে৷ কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্যেই এই পরিবর্তন৷ 
•     গুগল সার্চ করে আপনার ব্যাঙ্কের শাখার IFSC কোড সংগ্রহ করতে পারবেন৷ 

 

আরও পড়ুন- এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

অ্যাক্সিস ব্যাঙ্ক-
•     অ্যক্সিস ব্যাঙ্কের এটিএম থেকেও নির্দিষ্ট কয়েকবার টাকা তোলার পর বাড়তি মাশুল গুণতে হবে৷ 
•     পাশাপাশি ১ জুলাই থেকে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণও বৃদ্ধি করেছে অক্সিস ব্যাঙ্ক৷ 
•     ব্যাঙ্কের শাখায় আপনার যে রেজিস্টার ফোন নম্বর আছে, তাতে বিভিন্ন মেসেজ পাঠানো হয়৷ এবার থেকে তার জন্যেও টাকা কাটা হবে৷ এসএমএস প্রতি ২৫ পয়সা কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ মাসে সর্বাধিক ২৫ টাকা কাটা হতে পারে৷ তবে ওটিপি মেসেজের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =