JNU-কাণ্ডে দীপিকাকে কটাক্ষ স্মৃতি ইরানির, কী বললেন মোদির-মন্ত্রী?

দীপিকা পাডুকোনের জেএনইউয়ের যাওয়া নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ তিনি মন্তব্য করেছেন, দীপিকার জানা উচিত ছিল, যাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাঁরা দেশটাকে একপ্রকার ধ্বংস করে দিতে চাইছে৷ তিনি মন্তব্য করেছেন, 'আমার মনে হয়, যাঁরা যাঁরা জেএনইউয়ের পাশে দাঁড়াতে চাইছেন, তাঁদের এই কথা জেনেই বাকি সিদ্ধান্ত নেওয়া উচিত৷'   তিনি আরও বলেন, যাঁরা যাঁরা জেএনইউয়ের পাশে দাঁড়াচ্ছেন, আমি মনে করব, তাঁরা প্রত্যেকেই দেশটাকে ধ্বংস করতে চাইছেন৷

নয়াদিল্লি:  দীপিকা পাডুকোনের জেএনইউয়ের যাওয়া নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ তিনি মন্তব্য করেছেন, দীপিকার জানা উচিত ছিল, যাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাঁরা দেশটাকে একপ্রকার ধ্বংস করে দিতে চাইছে৷ তিনি মন্তব্য করেছেন, 'আমার মনে হয়, যাঁরা যাঁরা জেএনইউয়ের পাশে দাঁড়াতে চাইছেন, তাঁদের এই কথা জেনেই বাকি সিদ্ধান্ত নেওয়া উচিত৷'   তিনি আরও বলেন, যাঁরা যাঁরা জেএনইউয়ের পাশে দাঁড়াচ্ছেন, আমি মনে করব, তাঁরা প্রত্যেকেই দেশটাকে ধ্বংস করতে চাইছেন৷

গত ৫ জানুয়ারি জেএনইউয়ে কয়েকজন মুখোশধারী দুষ্কৃতী জেএনইউয়ের কয়েকজন অধ্যাপক ও পড়ুয়াদের ওপর হামলা করে৷ এরপর দীপিকা পাদুকোন আহত ছাত্রী তথা জেএনইউয়ের সহ সভাপতি ঐশী ঘোষের সঙ্গে দেখা করেন৷ দীপিকা জেএনইউতে গেলেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ দীপিকার এই পদক্ষেপকে মোটেই ঠিক নজরে দেখেনি দেশের শাসক দল৷ কয়েকটি ডানপন্থী সংগঠনের পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় বেশ কয়েক়জন নেতা  তাঁর সিনেমা বয়কটের ডাক দেন৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, বিজেপি এই বয়কটকে সমর্থন করছে না৷

জেএনইউতে হওয়া হিংসার বিরুদ্ধে দীপিকা পাদুকন একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছন৷ তিনি জানিয়েছেন, জেএনইউতে যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে তিনি ক্ষুব্ধ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, যে ধরনের ঘটনা ক্রমাগত হচ্ছে, তাতে তিনি আতঙ্কিত মনে করছেন৷

জেএনইউয়ের ঘটনায় বাম ছাত্র সংগঠনগুলো দাবি করছে, তাদের ওপর আরএসএসের ছাত্রসংগঠন রয়েছে৷ এর নেপথ্যে বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েথে৷ শুধু তাই নয়,  হামলাকারীদের কয়েকজনকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কয়েকজন চিহ্নিত করতে পেরেছে৷ কিন্তু তারপরেও দিল্লি পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ অন্য দিকে, হামলায় গুরুতর আহত ঐশী ঘোষের নামে এফআইআর দায়ের করেছে অভিবিপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =