‘বিপ্লব হটাও, ত্রিপুরা বাঁচাও’, স্লোগান উঠল বিজেপির অন্দরেই

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব দেব মাঝেমধ্যেই খবরে আসেন তাঁর কাজকর্মের জন্য। মাঝে মধ্যে সমালোচনার শিকার হন তিনি। আর সেই কারণেই শিরোনামে আসেন বিপ্লব দেব। এই নিয়ে রাজ্যবাসীর অন্দরে ছিল ক্ষোভ। শুধু তাই নয়, শোনা যাচ্ছিল তাঁকে নিয়ে বিজেপির রাজ্যস্তরের নেতৃত্বও সমস্যায়। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল রাজ্য নেতৃত্বের বৈঠক। এদিন বৈঠক শেষে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জানান, ত্রিপুরায় বিজেপির আন্দরে কোনও মতানৈক্য নেই।

1c5a541d9fe637bf7431884efd587818

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিপ্লব দেব মাঝেমধ্যেই খবরে আসেন তাঁর কাজকর্মের জন্য। মাঝে মধ্যে সমালোচনার শিকার হন তিনি। আর সেই কারণেই শিরোনামে আসেন বিপ্লব দেব। এই নিয়ে রাজ্যবাসীর অন্দরে ছিল ক্ষোভ। শুধু তাই নয়, শোনা যাচ্ছিল তাঁকে নিয়ে বিজেপির রাজ্যস্তরের নেতৃত্বও সমস্যায়। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল রাজ্য নেতৃত্বের বৈঠক। এদিন বৈঠক শেষে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জানান, ত্রিপুরায় বিজেপির আন্দরে কোনও মতানৈক্য নেই।

সোমবার আগরতলায় নেতা-মন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকারের বৈঠক হয়। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, করোনা পরিস্থিতিতে রাজ্যে কোনও কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন না। তখন দলের নেতারা নিজেদের মতো করে বিভান্ন বিষয় নিয়ে মতামত রেখেছেন। বিজেপি মধ্যে কোনও সাংগঠনিক ত্রুটি নেই বলে জানান তিনি। সোমবার ত্রিপুরার সংগঠক, বিধায়ক ও সাংসদের সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক কথা বলেন। কিন্তু ‘ডেমেজ রিপেয়ারিংয়ের’ চেষ্টা বিফলে যায়।

এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনেই বিপ্লব দেবের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি সমর্থকদের একাংশ। তাঁর গেস্ট হাউসের সামনে ‘বিপ্লব হটাও, ত্রিপুরা বাঁচাও’ স্লোগান তোলেন সেই সব সমর্থকরা। গেস্ট হাউস থেকে তখনই বেরিয়ে এসে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকার। প্রসঙ্গত, ত্রিপুরায় বিজেপির অন্দরে মতভেদের কথা বহুদিন ধরে শোনা যাচ্ছিল। অক্টোবর মাসে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন ত্রিপুরার ৪ জন বিধায়ক। তারপরই কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে সোনকারকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ত্রিপুরায় পাঠানো হয়। বলাই বাহুল্য তার পিছনে ছিলেন নাড্ডা স্বয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *