নয়াদিল্লি: পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার বদলে পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে বালাকোট, মুজফফরাবাদ ও চাকোতিতে হামলা চালিয়ে সন্ত্রাসবাদী শিবির গুঁড়িয়ে দিয়ে এসেছে বলে দাবি করেছে ভারতীয় বায়ুসেনা। যদিও কতজন মারা গেছে সে সম্পর্কে কিছু জানায়নি তারা। এই প্রশিক্ষণ শিবিরগুলি থেকে ভারত বিরোধী সন্ত্রাসমূলক কাজকর্মকে উসকানি দেওয়া হতো বলে জানায় সেনা। সেখানেই বোমা ফেলে হামলা চালায় তাঁরা।
তবে তাতেও শেষ হয়নি সন্ত্রাসবাদী কার্যকলাপ। পাকিস্তানে এখনও রমরমিয়ে চলছে সন্ত্রাসবাদী শিবির। ইন্টেলিজেন্স সূত্রে খবর, আরও ১৬টি সক্রিয় সন্ত্রাসবাদী ঘাঁটি পাকিস্তানে কাজ করছে। এর মধ্যে ১১টি রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। যার মধ্যে পাঁচটি মুজফফরাবাদ, কোটলি ও বারনালা এলাকায় কাজ করছে। এছাড়া বাকি পাঁচটি শিবির রয়েছে মানশেরা ও পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। পাক অধিকৃত কাশ্মীরের লাকা-ই-গৈর, শেরপাই, দেওলিন, খালিদ বিন ওয়ালিদ, গারহী, দোপাট্টা ও বই এলাকায় সন্ত্রাসবাদী শিবিরগুলি এখনও কাজ করছে বলে ইন্টেলিজেন্স সূত্রে খবর।