রাফাল যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলট! কে এই ললনা

রাফাল যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলট! কে এই ললনা

নয়াদিল্লি: শিবাঙ্গী সিং। আজকের পর থেকে এই নামটা সবাই মনে রাখবে। রাখতেই হবে। কারণ যে যুদ্ধ বিমান নিয়ে দেশে এত আলোচনা, বিদেশে এত চর্চা, এত বিতর্ক, সেই রাফাল যুদ্ধ বিমানের প্রথম মহিলা পাইলট হলেন শিবাঙ্গী। আজ প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাস্তায় যে প্যারেড হল তাতে বায়ুসেনার ট্যাবলোয় ছিলেন শিবাঙ্গী সিং। রাফাল যুদ্ধ বিমানের প্রথম মহিলা পাইলট সম্মান জানালেন দেশকে।

আরও পড়ুন- ‘২৪-এর লোকসভায় BJP-কে হারানো সম্ভব, তবে….’’, কোন ইঙ্গিত দিলেন ভোটকুশলী পিকে

আজ প্রজাতন্ত্র দিবসে বায়ুসেনার ৭৫টি বিমান ও একটি ট্যাবলো অংশ নিয়েছিল। সেই ট্যাবলোতেই ছিল ভারতের তেজাস ফাইটার জেট ও রাফাল যুদ্ধ বিমান। আর এতেই ছিলেন রাফালের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। এমন জেনে নেওয়া উচিত যে কে এই শিবাঙ্গী। আসলে তিনি হলেন লেফটেন্যান্ট এবং তিনি বারাণসীর মেয়ে। শিবাঙ্গী ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগদান করেন৷ মহিলা যুদ্ধ বিমান চালকদের দ্বিতীয় ব্যাচে ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে ভারতীয় বায়ুসেনাতে সামিল করা হয়৷ গতবছর ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত প্রথম মহিলা ফাইটার জেট পাইলট হিসেবে অংশ নিয়েছিলেন বায়ুসেনার ট্যাবলোতে। আর আজ নিলেন শিবাঙ্গী। বায়ুসেনায় যোগ দেওয়ার পর তিনি মিগ-২১ বাইসন জেটের পাইলট ছিলেন। শিবাঙ্গী পঞ্জাবের আম্বালায় ভারতীয় বায়ুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রানের সদস্যও বটে।

উল্লেখ্য, এবার সাধারণ তন্ত্র দিবসে বায়ুসেনার ট্যাবলোর থিম ছিল ভবিষ্যতের পথে বায়ুসেনার বিবর্তন৷ এই ট্যাবলোতে যেমন ছিল ১৯৭১ সালের যুদ্ধের মিগ-২১-এর মডেল, তেমন ছিল, সাম্প্রতিক সংযোজন হওয়া রাফাল যুদ্ধ বিমানও৷ প্রসঙ্গত, রাফাল হল জোড়া ইঞ্জিনযুক্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান৷ একই সময়ে একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা রয়েছে রাফালের৷ এই যুদ্ধবিমান বায়ু থেকে বায়ু মেটেরো মিসাইল, মিকা মাল্টিমিশন মিসাইল এবং স্ক্যাল্প ডিপ-স্ট্রাইক ক্রুজ মিসাইল বহনে সক্ষম৷ এটি বহু দূর থেকে রায়ু থেকে মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ যুদ্ধ বিমানটি তৈরি করেছে ফরাসি এভিয়েশন সংস্থা দাঁসো৷ প্রথমে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার রাফাল চুক্তি হয়েছিল ভারতের৷ এই রাফাল চুক্তি নিয়ে বহু জলঘোলা হয়েছে৷ যা নিয়ে কেন্দ্র বারংবার অস্বস্তিতে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =