করোনা আক্রান্ত হয়ে সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু

 

নয়াদিল্লি: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ বাংলা ভোটের আবহে করোনা আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক দলের বহু গুরুত্বপূর্ণ নেতা৷ বঙ্গ সফরের পর করোনা আক্রান্ত হয়েছেন খোদ রাহুল গান্ধী৷ আক্রান্ত হয়েছেন সংযুক্ত মোর্চার একাধিক গুরুত্বপূর্ণ নেতা৷ এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে৷

আজ সকালে টুইট করে ছেলের মৃত্যু সংবাদ দিয়েছেন ইয়েচুরি৷ জানিয়েছেন, আজ সকালে করোনা আক্রান্ত পুত্রকে হারিয়েছেন৷ সম্প্রতি করোনা আক্রান্ত হন আশীষ ইয়েচুরি৷ পেশায় তিনি ছিলেন সাংবাদিরক৷ বৃহস্পতিবার সীতারাম একটি টুইট করে তাঁর সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন৷ জানা গিয়েছে, গুরুগ্রামের একটি হাসপাতালে আশীষের চিকিৎসা চলছিল৷ আজ তাঁর মৃত্যু হয়েছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =