প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ৭২-এ থামল লড়াই

নয়াদিল্লি: প্রয়াত সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম নেতা৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ…

Sitaram Yechury Sitaram Yechury Passes away Sitaram Yechury death

নয়াদিল্লি: প্রয়াত সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম নেতা৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি হয়েছিলেন তিনি৷ গত ২৫ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি৷ অবশেষে থামল লড়াই৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর৷ (Sitaram Yechury Passes away)

ICU-তে লড়াই

গত ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ে তাঁর। এইমসে আনার পর থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি৷ সোমবার রাত থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে রাখা হয়েছিল ইয়েচুরিকে৷ বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক৷ দলের পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু তাঁর মৃত্যু সংবাদ জানান৷ এদিন দুপুর ৩টে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম ইয়েচুরি৷

শেষ চেষ্টা ব্যর্থ

মঙ্গলবার, দলের তরফে এক্স হ্যান্ডলে বলা হয়েছিল, সীতারামকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। বুধবার অবশ্য জানানো হয়, তাঁর অবস্থা স্থিতিশীল। সূত্রের খবর, শেষ মুহূর্তে একটি ইনজেকশন দিয়ে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেল৷ চিরনিদ্রায় চলে গেলেন এই বাম নেতা৷

 

আরও পড়ুন-

প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রী

বাংলাদেশ হুবহু পাকিস্তান!

বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়,

ভারত বাংলাদেশের যুদ্ধ?

কী অবস্থায় ছিল নির্যাতিতার দেহ?

কী অবস্থায় ছিল নির্যাতিতার দেহ?

 National- Sitaram Yechury, CPM General Secretary, Delhi AIIMS, lung infection, veteran leader, Politburo member, Nilotpal Basu, Indian politics, CPM news