বিপর্যয়ের উৎসস্থল লোনক হ্রদ নিয়ে ফের আশঙ্কা, বাড়ছে জলের পরিমাণ

বিপর্যয়ের উৎসস্থল লোনক হ্রদ নিয়ে ফের আশঙ্কা, বাড়ছে জলের পরিমাণ

Concerns

গ্যাংটক: হড়কা বান এবং হ্রদ বিপর্যয়ের জেরে কয়েক দিন আগেই বিধ্বংসী অবস্থা হয়েছিল সিকিমের। মূলত দক্ষিণ লোনক লেক থেকে বিপুল পরিমাণ জল বেরিয়ে গিয়েছিল। সেই বিপর্যয় কেটে গিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সিকিম। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামতির কাজ প্রায় শেষ, পুজোর বুকিংও নতুন করে শুরু হয়েছে। এই অবস্থায় জানা গেল, সিকিমের দক্ষিণ লোনক লেকে ফের জল ঢুকতে শুরু করেছে। এতেই আবার বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। (Concerns)

বুধবারই এক রিপোর্ট প্রকাশ্যে এসেছিল যেখানে বলা হয়েছিল উত্তর সিকিমে হিমবাহের সঙ্গে যুক্ত ১৪টি লেক বিপজ্জনক। তার মধ্যে আছে অন্যতম জনপ্রিয় গুরুদংমার লেকও। এবার জানা গেল, কিছুদিন আগেই যে হ্রদ থেকে বিপদ এসেছিল সেই লোনক হ্রদে বিপর্যয়ের আগে যতটা অংশে জল ছিল, তার কাছাকাছি অবস্থায় এখনই পৌঁছে গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, বিপুল পরিমাণে জল বের হয়ে ফের বিপর্যয় হতেই পারে। ইসরোর উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জেনেছেন, লেকের প্রাকৃতিক ‘মোরেন’ বাঁধ বেশ খারাপ অবস্থায় রয়েছে। তাই সেই বাঁধ ফেটে প্রচুর পরিমাণে জল বের হয়ে আবার একই রকম বিপদ ঘনিয়ে আসতে পারে। 

যে দিন সিকিমে বিপর্যয় হয়েছিল সেদিন লোনক লেকের উত্তর-পশ্চিম প্রান্তে বড় ধরনের ধস নেমেছিল। অন্তত ৫০০ মিটার দীর্ঘ বাঁধের অংশ ভেঙে লেকের জলের মধ্যে পড়ে গিয়েই বিপুল জলোচ্ছ্বাস হয়েছিল। তার ফলে লেকের অন্য দিকে গ্লেসিয়ারের প্রান্তের অংশের ‘মোরেন বাঁধ’ ফেটে প্রচুর পরিমাণে জল বের হতে থাকে। জলের চাপে বাঁধে ফাটলও সৃষ্টি হয়। এখন নতুন করে চিন্তা বাড়ল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =