নয়াদিল্লি: শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে এবার সরগরম জাতীয় রাজনীতি। পিত্রোদার মন্তব্যকে হাতিয়ার করে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা জবাব কংগ্রেসের৷
#WATCH: PM Narendra Modi to ANI on Sam Pitroda’s remarks on 1984 riots, “Reflects Congress’s mentality. Rajiv Gandhi had said ‘when a big tree falls earth shakes’. They even made Kamal Nath incharge of Punjab, now made him MP CM. So don’t take this as an individual’s statement” pic.twitter.com/V3MOJZMQYe
— ANI (@ANI) May 10, 2019
শুক্রবার এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেসের এক শীর্ষ নেতার মন্তব্যে ওই ঔদ্ধত্য ফুটে উঠেছে। ওই নেতা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ একজন। ১৯৮৪ সালের দাঙ্গায় হরিয়ানা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বহু শিখকে টার্গেট করা হয়েছিল, আর আজ কংগ্রেস বলছে ‘হয়েছো তো হয়েছে৷’’
Congress party issues statement over Sam Pitroda’s remark on 1984 anti-Sikh riots. States, ‘…We continue to support the quest for justice for 1984 riot victims. Any opinion remark made by any individual to the contrary including Sam Pitroda is not the opinion of Congress party’ pic.twitter.com/Yd1rxfYCYe
— ANI (@ANI) May 10, 2019
পাল্টা বিবৃতি দিয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘‘কংগ্রেস দল বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখে৷ ১৯৮৪ দাঙ্গায় বিচারের সঙ্গে সঙ্গে ২০০২-এর দাঙ্গার বিচার হবে না কেন?’’ একই সঙ্গে শ্যাম পিত্রোদার মন্তব্য কংগ্রস সমর্থন করে না বলেও জানানো হয় বিবৃতিতে৷ ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের আইনজীবী এইচ এস ফুলকা দাবি করেন, শিখ হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দপ্তর থেকেই। এ প্রসঙ্গে শ্যাম পিত্রোদা বলেন, ‘‘১৯৮৪ সালে যা হয়েছে তো হয়েছে, এখনকার কথা বলুন৷’’