‘উভয়ের সম্মতি থাকলে প্রাপ্তবয়স্কদের মধ্যে শারীরিক সম্পর্ক অপরাধ নয়’: মত হাইকোর্টের

‘উভয়ের সম্মতি থাকলে প্রাপ্তবয়স্কদের মধ্যে শারীরিক সম্পর্ক অপরাধ নয়’: মত হাইকোর্টের

 

নয়াদিল্লি:  ‘উভয়ের সম্মতি থাকলে প্রাপ্তবয়স্কদের মধ্যে শারীরিক সম্পর্ক অপরাধ নয়৷ যদিও তা আমাদের দেশের প্রচলিত সামাজিক ধারণার পরিপন্থী৷ নীতিগত ভাবে সঠিক নয়৷’ একটি গণধর্ষণ মামলার শুনানিতে এমনই উল্লেখজনক রায় দিল এলাহাবাদ হাইকোর্ট৷ বিচারপতি স্পষ্ট ভাবে কিছু না বললেও তিনি যে বিয়ের আগে দুই প্রাপ্ত বয়স্কের যৌন সম্পর্ক নিয়েই বলতে চেয়েছেন, তা নিশ্চিত আইনজীবী মহল৷

আরও পড়ুন- অন্তর্বাসে মঙ্গলসূত্র! গেরুয়া হুমকির মুখে বিজ্ঞাপন মুছেই দিলেন সব্যসাচী

প্রসঙ্গত, এদিন একটি ধর্ষণ মামলায় শুনানি চলছিল আদালতে৷ ঘটনাটি এলাহাবাদের৷ আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি নির্যাতিতা নাবালিকা তার পুরুষ বন্ধু রাজুর সঙ্গে একটি নদীর তীরে দেখা করতে গিয়েছিল। কিছুক্ষণ পরেই নদীর ধারে আসে আরও তিন জন৷ তারাই ওই নাবালিকাকে ধর্ষণ করে। সেই সঙ্গে রাজুকে বেধরক মারধর করে তার ফোনও কেড়ে নেয় অপরাধীরা৷ পরের দিন, অর্থাৎ ২০ ফ্রেব্রুয়ারি কৌশাম্বির অকিল সরাই থানায় পকসো আইনে গণধর্ষণের মামলা রুজু করে ওই নির্যাতিতা। এই মামলায় এক অভিযুক্তের জামিনের আবেদন শনিবার খারিজ করে দেয় কোর্ট।

এই মামলায় নির্যাতিতা একজন নাবালিকা। তবে এই মামলার শুনানির সময় এই মন্তব্য তকেন বিচারপতি৷ প্রাপ্তবয়স্কদের মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করে এলাহাবাদ হাই কোর্ট। একই সঙ্গে আদালত মনে করেন পুরুষসঙ্গীর দায়িত্ব হল তাঁর সঙ্গিনীকে রক্ষা করা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =