শহিদ তিব্বতি জওয়ানের শেষকৃত্যে বিজেপি নেতা, চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশল?

শহিদ তিব্বতি জওয়ানের শেষকৃত্যে বিজেপি নেতা, চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশল?

 

নয়াদিল্লি: চারিদিকে উড়ছে ভারত আর তিব্বতের পতাকা৷ তারই মধ্যে বৌদ্ধিক মন্ত্র উচ্চারণে শেষ শ্রদ্ধা জানানো হল শহিদ জওয়ান নেইমা তেনজিনকে৷ স্পেশাল ফ্রন্টায়ার ফোর্স (এসএফএফ)-এর তিব্বতি সেনা ছিলেন তিনি৷ গত সপ্তাহে প্যাংগং লেকের দক্ষিণে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর৷ সোমবার সকালে লেহ-তে তাঁর শেষকৃত্যে যোগ দেন বিজেপি নেতা রাম মাধব৷ তাঁর উপস্থিতি ঘিরে এদিন সকাল থেকে শুরু হয় জল্পনা৷ তবে সীমান্তে দু’পক্ষের নতুন করে সংঘাতের পর তিব্বতি সেনা নেইমা তেনজিংয়ের শেষকৃত্যে রাম মাধবের উপস্থিতি  চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশল বলেই মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- সরকারি আর্থিক প্যাকেজ যথেষ্ট নয়, দেশের জিডিপি নিয়ে নয়া আশঙ্কা রঘুরাম রাজনের

 

এদিন সকালে টুইটারে শহিদ জওয়ানের শেষকৃত্যের ছবি পোস্ট করে তেনজিনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন রাম মাধব৷ পরে অবশ্য ওই পোস্টটি তিনি ডিলিট করে দেন৷ তবে তাঁর উপস্থিতি চিনের কাছে কড়া বার্তা বলে মনে ওয়াকিবহাল মহলের মত৷ এদিন তেনজিনের শেষকৃত্যে ঘন ঘন স্লোগান ওঠে ভারত মাতা কি জয়, তিব্বত কি জয়, বিকাশ রেজিমেন্ট ২২৷ প্রসঙ্গত, এসএফএফ-কে এস্টাব্লিশমেন্ট ২২ এবং বিকাশ রেজিমেন্ট নামেও অভিহিত করা হয়৷ ১৯৬২ সালে  চিন-ভারত যুদ্ধের পরেই এসএফএফ গঠিত হয়। এটি একটি গোপন দল ছিল৷ এই দলে মূলত তিব্বতি উদ্বাস্তুদের নিয়োগ করা হয়েছিল৷  প্রতিষ্ঠার সময় এই দলের নামকরণ করা হয়েছিল এস্টাব্লিশমেন্ট ২২৷ 

আরও পড়ুন- ১০০,০০০ ডলারের চাকরি ছেড়ে দেশের মাটিতে সোনা ফলাচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়র

এসএফএফ-এর সদস্যরা বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়৷ এসএফএফ কমান্ডোদের  প্রশিক্ষণ দেয় ইন্টেলিজেন্স ব্যুরো, ‘র’ এবং সিআইএ৷ তাঁরা সকলেই তিব্বতি৷ যাঁরা চিনের হাত থেকে বাঁচতে দলাই লামার পথ অনুসরণ করে ভারতে আশ্রয় নিয়েছিল৷ স্পেশাল ফোর্স ফ্রনটিয়ার নিয়ে কোনও দিন ভারত তেমন সোচ্চার হয়নি।  এখনও সে ভাবে কোনও তথ্য দেওয়া হচ্ছে না৷ তবে লাদাখে চিনা আগ্রাসন রুখতে এসএফএফ বড় ভূমিকা নিচ্ছে বলে সূত্রের খবর৷ সীমান্তে তারা কোভার্ট অপারেশন চালাচ্ছে৷ পাহাড়ে উত্তোরণের বিশেষ দক্ষতাও রয়েছে তাঁদের৷  ১৯৭১ ও ১৯৯৯ যুদ্ধে বড় ভূমিকা পালন করেছিল তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =