অসুস্থ সোনু নিগম, আইসিইউতে চিকিৎসাধীন

মুম্বই: রেস্তোঁরায় খেতে গিয়ে হঠাতই অসুস্থ গায়ক সোনু নিগম৷ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন৷ অ্যালার্জি সংক্রন্ত সম্যায় ভুগছিলেন তিনি৷ সম্প্রতি তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়৷ পরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়৷ জানা গিয়েছে, বান্দ্রার কুরলা কমপ্লেক্সে ডিনার করতে গিয়েছিলেন সোনু নিগম। তখনই দেখতে পান তাঁর শরীরে অ্যালার্জির সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ চিকিৎসকরাই সোনুকে জানান, হাসপাতালে ভরতি হতে। চিকিৎসকদের

অসুস্থ সোনু নিগম, আইসিইউতে চিকিৎসাধীন

মুম্বই: রেস্তোঁরায় খেতে গিয়ে হঠাতই অসুস্থ গায়ক সোনু নিগম৷ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন৷ অ্যালার্জি সংক্রন্ত সম্যায় ভুগছিলেন তিনি৷ সম্প্রতি তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়৷ পরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়৷

জানা গিয়েছে, বান্দ্রার কুরলা কমপ্লেক্সে ডিনার করতে গিয়েছিলেন সোনু নিগম। তখনই দেখতে পান তাঁর শরীরে অ্যালার্জির সংক্রমণ ছড়িয়ে পড়েছে৷ চিকিৎসকরাই সোনুকে জানান, হাসপাতালে ভরতি হতে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে ভরতি করানো হয়৷ নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, দু’দিন চিকিৎসার পর গায়ক এখন অনেকটাই সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও দিনকয়েক সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =