অসুস্থ মুখ্যমন্ত্রী, রাজ্যে সরকার গড়ার দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: গোয়ায় সরকার গড়ার দাবি জানাল কংগ্রেস৷ তাদের দাবি, বিজেপি গরিষ্ঠতা হারিয়েছে৷ বিজেপির বিধায়ক সংখ্যা আরও কমবে৷ রাজ্যরাল মৃদুলা সিনহাকে চিঠি দিয়ে অবিলম্বে মনোহর পারিক্করের সরকারকে ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা৷ চিঠিতে বলা হয়েছে, কংগ্রেস গোয়ায় একক গরিষ্ঠ দল৷ সরকার গড়ার মতো সংখ্যা তাদের আছে৷ গতবছর ফেব্রুয়ারির বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ১৭টি আসন৷ কিন্তু তাদের

অসুস্থ মুখ্যমন্ত্রী, রাজ্যে সরকার গড়ার দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: গোয়ায় সরকার গড়ার দাবি জানাল কংগ্রেস৷ তাদের দাবি, বিজেপি গরিষ্ঠতা হারিয়েছে৷ বিজেপির বিধায়ক সংখ্যা আরও কমবে৷ রাজ্যরাল মৃদুলা সিনহাকে চিঠি দিয়ে অবিলম্বে মনোহর পারিক্করের সরকারকে ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা৷ চিঠিতে বলা হয়েছে, কংগ্রেস গোয়ায় একক গরিষ্ঠ দল৷ সরকার গড়ার মতো সংখ্যা তাদের আছে৷

গতবছর ফেব্রুয়ারির বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল ১৭টি আসন৷ কিন্তু তাদের তিনজন বিজেপিতে চলে যাওয়ায় মনোহর পারিক্করের সরকার গড়ে বিজেপি৷ বিজেপিতে যাওয়া বিধায়কদের কেন্দ্রে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভারও উপনির্বাচন হচ্ছে৷ ফলে এখন কংগ্রেস-বিজেপি দুই দলেরই বিধায়ক সংখ্যা ১৪৷ এবছরের পেব্রুয়ারিতে বিজেপি এমএলএ ফ্রান্সিস ডিসুজার মৃত্যুর পর কংগ্রেসই এখন একক বৃহত্তম দল৷

এর আগেও সরকার গড়ার দাবি জানানো হলেও তা রাজ্যপাল খারিজ করে দিয়েছিলেন৷ তবে এরই মধ্যে মনোহর পারিক্করের স্বাস্থ্যের অবনতি হওয়া তাঁকে নিয়েও জল্পনা ছড়ায়৷ গত জুন থেকে বিজেপির আরেক বিধায়ক পা্ডুরং মাদকাইকরও অসুস্থ৷ বিজেপিতে সুস্থ বিধায়কের সংখ্যা এখন ১২৷ কংগ্রেসের হুঁশিয়ারি, রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার কোনও অপচেষ্টা তারা বরদাস্ত করবে না৷ বিজেপির তিনজন অন্যদলের বিধায়কের সমর্থন রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =