ভারতে কি বোরখা নিষিদ্ধ করা উচিত? নয়া দাবি শিবসেনার

মুম্বই : মহারাষ্ট্রে সম্প্রতি শিবসেনা দাবি তুলেছে, পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক। তাদের সেই দাবির পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে বুধবার জানিয়ে দিলেন, “এটি একটি ঐতিহ্য, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।” এর আগে শিবসেনা তাদের দাবিতে জানায়, “অনেক মুসলমান তাদের ধর্মের (ইসলাম) সত্যিকারের অর্থ বুঝতে পারছেন না এবং তাঁরা বোরকা মত

ভারতে কি বোরখা নিষিদ্ধ করা উচিত? নয়া দাবি শিবসেনার

মুম্বই : মহারাষ্ট্রে সম্প্রতি শিবসেনা দাবি তুলেছে, পাবলিক প্লেসে বোরখা নিষিদ্ধ করা হোক। তাদের সেই দাবির পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে বুধবার জানিয়ে দিলেন, “এটি একটি ঐতিহ্য, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।” এর আগে শিবসেনা তাদের দাবিতে জানায়, “অনেক মুসলমান তাদের ধর্মের (ইসলাম) সত্যিকারের অর্থ বুঝতে পারছেন না এবং তাঁরা বোরকা মত ঐতিহ্য ও প্রথায় বিভ্রান্ত হচ্ছেন।” বুধবারই শিবসেনার পক্ষ থেকে পাবলিক প্লেসে বোরখার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বলা হয়, “ইস্টারে সন্ত্রাসী হামলার ফলে ২৫০ জনের বেশি প্রাণহানি ঘটেছিল, শ্রীলঙ্কার সরকার সেই ভুল বুঝতে পেরেছে, যার ফলে তারাও এমন পরিকল্পনা করতে চলেছে।”

তাদের নিষেধাজ্ঞার দাবিতে আরও বলে হয়, “ইতিমধ্যে রাবণের শ্রীলঙ্কায় এই নিষেধাজ্ঞা এসেছে, কখন এটি রামের অযোধ্যায় বাস্তবায়িত হবে – এটা আমাদের প্রশ্ন (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদীকে।” একটি অনুষ্ঠানে শিবসেনা মুখপাত্র বলেন, “এই সীমাবদ্ধতাটি জরুরি অবস্থা হিসাবে সুপারিশ করা হয়েছে যাতে নিরাপত্তা বাহিনীর কাউকে চিহ্নিত করতে অসুবিধা না হয়। মুখে মুখোশ বা বোরখা পরা ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।” এরই প্ৰত্যুত্তরে এদিন পরে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে জানান, “বোরখা পরিধানকারী সব নারী সন্ত্রাসী নয়, যদি তারা সন্ত্রাসী হয় তবে তাদের বোরখা অপসারণ করা উচিত। এটি একটি ঐতিহ্য এবং এটি পরিধান করার অধিকার তাদের আছে, ভারতে বোরখা নিষিদ্ধ করা উচিত নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =