পদের লোভ দেখিয়ে ঘুষ চেয়েছেন! স্মৃতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আন্তর্জাতিক শ্যুটারের

এবার অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

নয়াদিল্লি: এবার অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিং। তিনি অভিযোগ জানিয়েছেন, পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ চাওয়া হয়েছে তাঁর থেকে। তবে তার অভিযোগ শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে নয়, তার দুই সহযোগীর বিরুদ্ধেও। ইতিমধ্যেই সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বর্তিকা। তবে স্বভাবতই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্মৃতি ইরানির দফতর থেকে।

আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিংয়ের দাবি, জাতীয় মহিলা কমিশনের সদস্য পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার জন্য মোটা অংকের ঘুষ চাওয়া হয় তাঁর থেকে। বর্তিকা জানাচ্ছেন, স্মৃতি ইরানি এবং তাঁর দুই সহযোগী ১ কোটি টাকার ঘুষ চান। কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়ায় পরবর্তী ক্ষেত্রে সেই ঘোষের অঙ্ক এক কোটি টাকা থেকে কমিয়ে ২৫ লক্ষ করা হয়। এরপরেও ঘুষ দিতে না চাওয়ায় কেন্দ্রীয় মহিলা কমিশনের নামে উড়ো চিঠি পাঠিয়ে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে, তাঁর প্রতি প্রবল খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ তুলেছেন এই শ্যুটার। অবশেষে স্মৃতি ইরানি এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন তিনি।

জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি এই মামলার শুনানি হবে এমপি-এমএলএ কোর্টে। এদিকে এই অভিযোগ অস্বীকার করে স্মৃতি ইরানির দফতর থেকে জানানো হয়েছে, শুধুমাত্র বদনাম করার জন্য এমন অভিযোগ করা হয়েছে ওই শ্যুটারের তরফ থেকে। এমন কোনো রকম ঘটনা ঘটেনি বলে স্পষ্ট দাবি করেছে স্মৃতির দফতর। শুধু তাই নয়, ওই আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিংয়ের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন তারা। এই পাল্টা মামলা নিয়ে মুখ খুলেছেন বর্তিকা সিং। তিনি স্পষ্ট জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্য এখন তার বিরুদ্ধে বদলা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এখন যে বিরাট অস্বস্তির মধ্যে রয়েছেন তা বলাই বাহুল্য। একই সঙ্গে অস্বস্তি বাড়ছে ভারতীয় জনতা পার্টি শিবিরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *