করোনা রুখতে সচেতনতার বার্তা দিলেন স্বয়ং শিবশম্ভু!

করোনা রুখতে সচেতনতার বার্তা দিলেন স্বয়ং শিবশম্ভু!

বারাণসী: করোনা আক্রান্ত গোটা দেশ৷ সংক্রমণ রুখতে বারবার জনগণকে সচেতন করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে বারণসীর শিব মন্দিরে নয়া উদ্যোগ৷ ভোলানাথকে পরিয়ে দেওয়া হল মাস্ক৷
বারাণসীর ওই মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পান্ডে বলেন, ‘‘করোনা ভাইরাস দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে৷ নোভেল করোনা সম্পর্কে মানুষের কাছে সচেতনার বার্তা পৌঁছে দিতে আমরা শিবলিঙ্গকে মাস্ক দিয়ে ঢেকে দিয়েছি৷ শীতকালে বিশ্বনাথকে শীতবস্ত্র পরানো হয়৷ আবার গ্রীষ্মে মন্দিরের ভিতরে চলে এসি ও ফ্যান৷ ঠিক সেভাবেই শিব মূর্তিতে মাস্ক পরানো হয়েছে৷’’

পাশাপাশি নোভেল করোনা সংক্রমণ রুখতে ভগবানকে স্পর্শ করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পান্ডিজি আরও বলেন, ‘‘করোনা সংক্রমণ রুখতেই ভক্তদের শিবলিঙ্গ স্পর্শ না করার অনুরোধ জানিয়েছি আমরা৷ করোনা আক্রান্ত কোনও ব্যাক্তি মূর্তি স্পর্শ করলে তার থেকে আক্রান্ত হতে পারেন বহু মানুষ৷’’ এই মন্দিরে পূজা দিতে হলে মাস্ক তাই অত্যাবশ্যক৷  মন্দিরে আগত সকল পূণ্যার্থীকেই অবশ্য এদিন দেখা গিয়েছে মাস্ক পড়ে আসতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *