বিজেপির ঘর পুড়িয়ে জোটের পথে শিবসেনা-এনসিপি!

মুম্বই: কার দখলে রাখবে মহারাষ্ট্রের সিংহাসন? রাজ্যপালের ডাকা সরকার গঠনের প্রস্তাব বিজেপি ফিরিয়ে দিতেই শুরু হয়ে নয়া প্রস্তুতি৷ বিজেপির ঘর পুড়িয়ে এবার এবার এনডিএ ছাড়ার প্রস্তুতি শিবসেনার৷ একই সঙ্গে মহারাষ্ট্র সরকার গঠনের লক্ষ্যে এনসিপির সঙ্গে জোটের প্রস্তুতি শিবসেনার৷ প্রয়োজনে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিবসেনার সাংসদ৷ জানা গিয়েছে, এনসিপি’র শর্ত মেনে শিবসেনার সাংসদ মোদির মন্ত্রিসভা

বিজেপির ঘর পুড়িয়ে জোটের পথে শিবসেনা-এনসিপি!

মুম্বই: কার দখলে রাখবে মহারাষ্ট্রের সিংহাসন? রাজ্যপালের ডাকা সরকার গঠনের প্রস্তাব বিজেপি ফিরিয়ে দিতেই শুরু হয়ে নয়া প্রস্তুতি৷ বিজেপির ঘর পুড়িয়ে এবার এবার এনডিএ ছাড়ার প্রস্তুতি শিবসেনার৷ একই সঙ্গে মহারাষ্ট্র সরকার গঠনের লক্ষ্যে এনসিপির সঙ্গে জোটের প্রস্তুতি শিবসেনার৷ প্রয়োজনে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিবসেনার সাংসদ৷

জানা গিয়েছে, এনসিপি’র শর্ত মেনে শিবসেনার সাংসদ মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চেয়ে টুইট করেছেন৷ বিজেপির সংসর্গ ছেড়ে কংগ্রেস শরিক এনসিপির হাত ধরার প্রস্তুতি শুরু করেছে শিবসেনা৷

জোটের পথ প্রশস্ত করতে সোনিয়া গান্ধী নেতৃত্বে বৈঠকে বসছে কংগ্রেস৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কংগ্রেসের ডাকা জরুরি বৈঠক থেকেই চূড়ান্ত হবে, শিবসেনার সঙ্গে সরকার গঠনের দাবি জানানো হবে কি না৷ সূত্রের খবর, সরকার গঠনের বিষয়ে উদ্ভব ঠাকুরে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন৷আর তাতেই বাড়ছে বিজেপির চিন্তা৷

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫টি৷ ১০৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি৷ শিবসেনা হাতে রয়েছে ৫৬টি আসন৷ এনসিপি-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৪৪ ও ৫৪টি আসন৷ শিবসেনা যদি এনসিপি-কংগ্রেসের হাত ধরে তাহলে তা হবে ৫৬+৪৪+৫৪= ১৫৪টি৷ ম্যাজিক ফিগারের থেকে বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *