ভয় দেখালে পুঁতে ফেলব, অমিত শাহকে হুমকি শিবসেনার

মুম্বই: ভয় দেখাতে এলে পুঁতে রাখব। এভাবেই অমিত শাহের হুঙ্কারের পাল্টা দিলেন শিবেসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী রামদাস কদম। খাতায় কলমে এখনও শরিক বিজেপি শিবসেনা। কিন্তু দুই শরিকের পারস্পরিক বিষোদগারই এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। একদিন আগেই বর্তমান শরিকদের উদ্দেশে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। লোকসভা ভোটের আগে শরিকি দ্বমন্দ না মেটাতে

ভয় দেখালে পুঁতে ফেলব, অমিত শাহকে  হুমকি শিবসেনার

মুম্বই: ভয় দেখাতে এলে পুঁতে রাখব। এভাবেই অমিত শাহের হুঙ্কারের পাল্টা দিলেন শিবেসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী রামদাস কদম। খাতায় কলমে এখনও শরিক বিজেপি শিবসেনা। কিন্তু দুই শরিকের পারস্পরিক বিষোদগারই এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।

একদিন আগেই বর্তমান শরিকদের উদ্দেশে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। লোকসভা ভোটের আগে শরিকি দ্বমন্দ না মেটাতে পারলে, একাই চলার হুমকি দিয়েছিলেন তিনি। এমনকী পুরনোদের ছুঁড়ে ফেলে দেবে তাঁর দল এমনটাও হুমকি দেন তিনি। তারই পাল্টা হিসেবে কড়া জবাব দিলেন রামদাস। তাঁর দাবি, বিজেপ সদ্য পাঁচ রাজ্যে হেরেছে। এই অবস্থায় তাদের মহারাষ্ট্রে আসাই উচিৎ নয়। ২০১৪ সালে ২৮৮ আসনের মধ্যে ৬৮টি পেয়েছিল তাঁদের দল। তাই কেউ যদি ভয় দেখাতে আসে, তাহলে তাদেরও পুঁতে ফেলার হুমকি দিয়ে রেখেছেন তিনি। এমনকী উচ্চবর্ণের সংরক্ষণ নিয়েও নর্বাচনী চমক বলে কটাক্ষ করেন। কিন্তু, জোটে থেকে শরিকদের পারস্পরিক আক্রমণের ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =