মুম্বই: করোনা অতিমারির জেরে সারা পৃথিবীতেই বিপর্যস্ত জনজীবন। ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে করোনার কুপ্রভাব আরও ব্যাপকতা লাভ করবে তা বলাই বাহুল্য। রুজি রোজগারের টানে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করেন লক্ষ লক্ষ মানুষ। লকডাউনে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন এবং যেন তেন প্রকারেণ ঘরে ফিরতে চেয়েছেন। আর এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করে সংবাদের শিরোনামে এসেছেন নামী বলিউড অভিনেতা সোনু সুদ। নিজে উদ্যোগ নিয়ে বাসে করে শ্রমিকদের বাড়ি পৌঁছনো থেকে খাদ্য সরবরাহ করা, যথেষ্ট করেছেন সোনু। কিন্তু মহারাষ্ট্রের সরকারে আসীন শিবসেনা দলের বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেছেন, সোনু সুদের এই সাহায্যকারী ভূমিকা আদতে ‘অভিনয়’।
সঞ্জয় রাউতের মতে সোনু এই কাজকর্ম মাঠে নেমে করছেন ঠিকই কিন্তু তিনি এই ‘ছবির’ ‘পরিচালক’ নন। শিবসেনা নেতার ধারণা, ভারতীয় জনতা পার্টি সোনুকে কাজে লাগাচ্ছে। তারাই নেপথ্যে থেকে সোনুকে দিয়ে সবকিছু করাচ্ছে। কিন্তু রাজ্য সরকারের সাহায্য ছাড়া কিছুই সম্ভব হত না, সেকথাও মনে করিয়ে দিয়েছেন সঞ্জয়। তিনি ৭ জুন বলেছেন, সোনু যে কাজ করছেন তা ভাল, কিন্তু এর রাজনৈতিক নির্দেশক অন্য কেউ।
এর আগে শিবসেনার মুখপত্র ‘সামনা’ সংবাদপত্রে লেখা হয়েছিল, ‘মহারাষ্ট্রের মাটিতে মহাত্মা জ্যোতিবা ফুলে এবং মহাত্মা বাবা আমটের মতো লোক ছিলেন। এবার সেই তালিকায় আরও এক মহাত্মার নাম যোগ হল, তা সোনু সুদ। একের পর এক ছবি এবং ভিডিও প্রকাশিত হচ্ছে যেখানে কড়া রোদের মধ্যেও সোনুকে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে দেখা যাচ্ছে।’
এটুকু পড়ে মনে হতে পারে সামনা-য় সোনু সুদের প্রশংসা করা হচ্ছে। কিন্তু পরবর্তী অংশ পড়লে সেই ভুল ভেঙে যাবে। লেখা হয়েছে, ‘এই অভিযানগুলোর ক্ষেত্রে সোনু সুদকে স্রেফ সামনে খাড়া করা হয়েছে। আসলে মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দল শিবসেনা সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে। আসলে রাজ্য সরকারের সাহায্য ছাড়া এরা কিছুই করতে পারত না।’