মুম্বই: কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর অভিযোগে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলল শিবসেনা। নিজেদের মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে উদ্ধব থ্যাকারের দল জানিয়েছে, অমিত শাহ ভগবান নন ঠিকই। তবে মমতাও কোনও সাধ্বী নন।
মুখপত্রের সম্পাদকীয়তে শিবসেনা দাবি করেছে, বিজেপি নেতা-নেত্রীদের চপার পশ্চিমবঙ্গের মাটিতে নামতে দেননি মমতা। যা নিয়েই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে। লেখা হয়েছে, ‘ওঁর (মমতা) সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তিনি জিতবেন নাকি হারবেন, সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক হবে। উনি মোদি-শাহের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে জিততে পারবেন না।’
মঙ্গলবারের ঘটনার পর স্বয়ং তৃণমূল সুপ্রিমো অমিত শাহ ‘ভগবান নন’ বলে মন্তব্য করেছিলেন। এদিন সেই প্রসঙ্গেই দলীয় মুখপত্রে শিবসেনা লিখেছে, ‘অমিত শাহ ভগবান নন ঠিকই। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও সাধ্বী অথবা দেবী নন। বাম জমানাতেও পশ্চিমবঙ্গ হিংসার সাক্ষী থেকেছে। আর এখন মমতাও সেই একই পথে হাঁটছেন।’