নয়াদিল্লি: ভয়ঙ্কর বললেও কম বলা হয়৷ দেশের রাজনীতির হাল জানলে স্যতিই চমকে উঠবেন৷ আজ, বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশ্যে এল চাঞ্চলক তথ্য৷ পরিবেশ কর্মীদের সমীক্ষায় জানা গিয়েছে, আগামি বছরের মধ্যেই দিল্লির জঞ্জালের স্তূপ উচ্চতায় চাপিয়ে যাবে তাজমহলকে৷ সঙ্গে সঙ্গে বিশ্বের দূষিত রাজধানীর প্রতীক হিসেবে একলা মাথা উঁচু করে প্রলয়ের ইঙ্গিত করবে রাজধানীর জঞ্জালের স্তূপ!
দিল্লির পূব প্রান্তে রয়েছে গাজিপুর৷ এখানেই গড়ে উঠেছে বিশাল ধাপা৷ সেখানে অবাধ বিচার গোরু, কুকুরের৷ ইদুরের সাম্রাজ৷ হাওড়ায় উঠড়ে বিষাক্ত গ্যাস৷ উড়ছে প্লাস্টিক৷ মাথায় উপর কড়া নজরদারি শুকুনের৷ জঞ্জালের স্তূপ থেকে বেরিয়া আসা ধোঁয়া গ্রাস করছে গোটা এলাকা৷ আয়তন মাপলে দশটা ফুটবল মাঠ ঢুকে যাবে এই জঞ্জালের ভাগাড়ে৷
পরিসংখ্যান বলছে, প্রতিবছর ১০ মিটার করে উঁচু হচ্ছে এই ভাগাড়ের স্তূপ৷ এখন তার উচ্চতা ৬৫ মিটার৷ এভাবে চললে ২০২০ সালে তা বেড়ে হবে ৭৩ মিটার৷ আত তার জেরেই তাজমহলকে ছাপিয়ে যাবে এই স্তূপ৷ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে, এই জঞ্জালের চুড়োয় লাল আলো জ্বালাতে হবে৷ যাতে আকাশের জেট বিমান ধাক্কা না খায়৷