আজ বিকেল: গরিব মানুষের খাদ্যের অধিকার সুনিশ্চিত করতে চেয়েছিলেন তিনি।চেয়েছিলেন পিছিয়েপড়া মানুষ খাদ্যের দাবিতে সরব হোক। আর তাতেই সরকারের বিষ নজরে পড়ে যান প্রখ্যাত অর্থনীতিবিদ জঁ দ্রেজ়। বৃহস্পতিবার তাঁকে ঝাড়খণ্ডের গুমলা গ্রামের এক সমাবেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কোন অপরাধে তিনি গ্রেপ্তার হয়েছেন তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, রাঁচি বিশ্ববিদ্যালয় ও দিল্লি স্কুল অফ ইকনমিক্সের এই অধ্যাপক দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন। মূলত পড়ানোর পাশাপাশি এদেশের প্রান্তিক মানুষকে সহযোগিতা করাই তাঁর অন্যতম লক্ষ্য। প্রান্তিক বাসিন্দাদের সভ্যতার উল্লেখযোগ্য উপাদানগুলি পাইয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। মূলত ঝাড়খণ্ডের উপজাতি অধ্যুষিত গ্রামগুলির উন্নয়নে তিনি দিনরাত কাজ করছেন। অধ্যাপক অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গেও কাজ করেছেন তিনি, ভারতকে নিয়ে যৌথ বইও লিখেছেন তাঁরা। উন্নয়নের ধারক না হয়ে ভারত যে বঞ্চিতদের সারিতে থাকা একটি দেশ তা বার বার মনে করিয়ে দিয়েছেন দুই অর্থনীতিবিদ।
জানা গিয়েছে, মোদির বিবিধ সিদ্ধান্তের উপরে আস্থা ছিল না জঁ দ্রেজ়ের। তিনি বিভিন্ন সময় এনিয়ে প্রতিবাদও করেছেন। আর সেই প্রতিবাদের মূল্য চোকাতেই যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবিষয়ে নিশ্চিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে। ভাল কাজের জন্য বেলজিয়ামের বাসিন্দা জঁ দ্রেজ়কে নাগরিকত্ব দিয়েছিল ভারত সরকার, সেই অতিথির সঙ্গে অনভিপ্রেত আচরণ করল সরকারের পুলিশ। তিনি গরিবদের খাদ্য সচেতনতা নিয়ে কাজ করছিলেন এটাই সরকারের সহ্। হয়নি, তাই এই গ্রেপ্তারি।এই ঘটনায় দিকে দিকে সমালোচনার ঝড় উঠেছে।বিজেপি সরকার যে প্রতিবাদী কণ্ঠরোধ করতে উদ্যত তাতে সিলমোহর দিল আজকের ঘটনা।